Motorola লঞ্চ করল অত্যন্ত সস্তা স্মার্টফোন Moto E6 Play 

Motorola আন্তর্জাতিক মঞ্চে এক সঙ্গে তিনটি নতুন স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে একদিকে যেমন “মোটো জি” সিরিজে Moto G8 Plus এবং Moto G8 Play লঞ্চ করা হয়েছে তেমনই অন‍্যদিকে “মোটো ই”সিরিজে একটি সস্তা স্মার্টফোন Moto E6 Play আনা হয়েছে। জানিয়ে রাখি Moto G8 Plus ফোনটি 13,999 টাকা দামে ভারতে সেল করা হবে তবে Moto G8 Play এবং Moto E6 Play ফোনদুটি এখনই ভারতে আনা হবে না। Moto G8 Plus ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন। চলুন জেনে নেওয়া যাক মোটোরোলার সস্তা স্মার্টফোন Moto E6 Play সম্পর্কে সবকিছু। 

আরও পড়ুন : TikTok এর বাজিমাত, ফেসবুক-ইনস্টাগ্রামকে পেছনে ফেলে হয়ে গেল সবচেয়ে বেশি ডাউনলোড হ‌ওয়া অ্যাপ

Moto E6 Play 

কোম্পানি তাদের নতুন Moto E6 Play ফোনটি নচ ও বেজল লেস ডিজাইন থেকে একটু সরে আবার আগের মতো পুরোনো ডিজাইনের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি 16:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। মোটোরোলা তাদের নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করেছে যা মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে। জানিয়ে রাখি Moto G8 Play তেও এই চিপসেট দেওয়া হয়েছে। 

কোম্পানির পক্ষ থেকে Moto E6 Play তে 2 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এই ফোনে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Moto E6 Play তে একটিই রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের একটি রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Moto E6 Play তে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : আসতে চলেছে OPPO Reno S, এতে থাকবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা, স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেট এবং 65 ওয়াট Super VOOC 2.0 টেকনোলজি

Moto E6 Play একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে। কোম্পানি এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না দিলেও এতে ফেস আনলক ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Moto E6 Play তে 5 ওয়াট চার্জিং সাপোর্টেড 3,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতীয় টাকায় Moto E6 Play এর দাম 8,500 টাকা। 

Moto G8 Play 

Moto G8 Play তে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি70 চিপসেট দেওয়া হয়েছে। এতে 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। Moto G8 Play তে ফোটোগ্ৰাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি 117 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও একটি ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। Moto G8 Play তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি BRL 1,099 (প্রায় 19,420 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here