12GB RAM, 32MP সেলফি এবং 5500mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ হল Motorola Edge 60s স্মার্টফোন, জেনে নিন দাম

বিগত কয়েক মাসে Motorola ভারতের বাজারে কোম্পানির ‘এজ’ সিরিজের অধীনে Edge 60 Stylus, Edge 60 Pro এবং Edge 60 Fusion ফোনগুলি লঞ্চ করেছে। এবার চীনের বাজারে এই সিরিজের dge 60s নামে একটি নতুন স্মার্টফোন পেশ করা হয়েছে। এই লেটেস্ট ফোনটিতে স্টাইলিশ লুকের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Motorola Edge 60s ফোনের দাম

চীনে Motorola Edge 60s ফোনটি 12GB RAM এর সঙ্গে 256GB ও 512GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনের প্রাথমিক দাম 1699 ইউয়ান অর্থাৎ প্রায় 19,500 টাকা রাখা হয়েছে। চীনে এই ফোনটি Glacier Mint, Misty Iris এবং Polar Rose কালার অপশনে সেল করা হবে।

Motorola Edge 60s ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ pOLED curved Display
  • MediaTek Dimensity 7400
  • 12GB RAM + 512GB Storage
  • 50MP Dual Rear Camera
  • 32MP Selfie Camera
  • 5,500mAh Battery
  • 68W Fast Charge

ডিসপ্লে: Motorola Edge 60s ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই কার্ভ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং Gorilla Glass 7i যোগ করা হয়েছে।

প্রসেসর: চীনে Motorola Edge 60s ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছে। 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 2.6GHz ক্লক স্পীডে রান করে।

স্টোরেজ: চীনের বাজারে এই ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এতে 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 storage টেকনোলজি ব্যাবহার করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Motorola Edge 60s 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50MP Sony LYT-700C প্রাইমারি OIS সেন্সর এবং 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 60s 5G ফোনে 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 68W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

অন্যান্য ফিচার: Motorola Edge 60s 5G ফোনটি MIL-STD-810H মিলিটারি গ্রেড বডি দিয়ে তৈরি। এর সঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here