50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারিসহ আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন, জেনে নিন দাম

Highlights

  • ভারতে এই মাসে লঞ্চ হবে Moto G13 4G স্মার্টফোন।
  • এই ফোনটি অফলাইন রিটেল স্টোরেও সেল করা হবে।
  • Moto G13 স্মার্টফোনে 50MP ক্যামেরা দেওয়া হবে।

Motorola শীঘ্রই বাজেট সেগমেন্টে ভারতে তাদের নতুন স্মার্টফোন Moto G13 4G লঞ্চ করতে চলেছে। আমরা এই ফোনটির সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী কোম্পানি আগামী সপ্তাহে ভারতে এই ফোনটি লঞ্চ করতে চলেছে। আমরা অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে এই তথ্যটি পেয়েছি। যেখানে দিল্লির এক রিটেল স্টোরের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কোম্পানি মার্চ মাসেই Moto G13 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনের প্রোমোশনও কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে। এই ফোনে আপনি 5,000 mAh ব্যাটারি সহ একটি 50 MP ক্যামেরা দেখতে পাবেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল iQOO Z7 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

সম্প্রতি Motorola মিড-বাজেট সেগমেন্টে Moto G73 5G এবং Moto G32 (8GB RAM) মডেলগুলি লঞ্চ করেছে। কোম্পানি Moto G13 4G স্মার্টফোনের মাধ্যমে তাদের বাজেট সেগমেন্টকে আরও শক্তিশালী করতে চায়। যদিও ফোনটির দাম সম্পর্কে এখনও কিছু জানা যায় নি, তবে অনুমান করা হচ্ছে যে কোম্পানি এই ফোনটি 12,000 টাকার বাজেটে লঞ্চ করবে। এই ফোনটি আন্তর্জাতিক মার্কেটে এইসব স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে ভারতেও এই ফোনটি একই স্পেসিফিকেশন সহ লঞ্চ হবে।

Moto G13 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Moto G13 স্মার্টফোনটি ইতিমধ্যেই আন্তর্জাতিক মার্কেটে অফিসিয়াল। তাই এর ফিচার এবং স্পেসিফিকেশনের ডিটেইলস ইতিমধ্যেই সামনে এসেছে। এই ফোনটি পাঞ্চ-হোল স্টাইলে নির্মিত, যা 1600 x 720 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রীন IPS LCD প্যানেলে নির্মিত এবং 90Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে Panda গ্লাসের প্রোটেকশনও রয়েছে। আরও পড়ুন: জেনে নিন অনলাইনে গাড়ির PUC সার্টিফিকেট ডাউনলোড করার সহজ পদ্ধতি

Moto G13 4G স্মার্টফোনটি আগামী সপ্তাহে ভারতে Android 13 OS এ লঞ্চ হতে চলেছে। এই ফোনটি 2.0 GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G52 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 10W চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

Moto G13 4G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এর ব্যাক প্যানেলে F/1.8 অ্যাপারচার সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, যার সাথে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: 8GB RAM সহ ভারতে লঞ্চ হল লো বাজেট Moto G32 স্মার্টফোন! জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here