ডিসপ্লে, র‍্যাম ও প্রসেসরের পর সামনে এল Moto G20 এর ব‍্যাটারীর ডিটেইলস

গত সপ্তাহে মোটোরোলার আগামী স্মার্টফোন Moto G20 ফোনটি তী বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হতে দেখা গেছে। এই লিস্টিং থেকে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গিয়েছিল। এবার Moto G20 ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে লিস্টেড করা হয়েছে এবং এখান থেকে ফোনটির ব‍্যাটারী ডিটেইলস সম্পর্কে জানা গেছে। এছাড়া ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আমরা মনে করছি শীঘ্রই মার্কেটে Moto G20 পেশ করা হবে।

Moto G20 সম্পর্কে লেটেস্ট আপডেট হল ফোনটি আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে লিস্টেড হতে দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এছাড়া এই ফোনে ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ও এফ‌এম রেডিওর মতো বেসিক কানেক্টিভিটি ফিচার থাকবে। এর আগে গীকবেঞ্চে ফোনটির নাম জানা গিয়েছিল কিন্তু এফসিসিতে ফোনটি XT2128-1 এবং XT2128-2 মডেল নাম্বারের সঙ্গে সার্টিফাইড করা হয়েছে।

গীকবেঞ্চ লিস্টিং

কয়েক দিন আগে চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Moto G20 ফোনটি লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে সরাসরি ফোনটির নাম উল্লেখ্য করা হয়েছে এবং বুঝিয়ে দেওয়া হয়েছে ফোনটি কোম্পানির ‘জি’ সিরিজে পেশ করা হবে। গত 17 মার্চ এই লিস্টিং করা হয়েছে। গীকবেঞ্চে Moto G20 ফোনটি সিঙ্গেল কোর ও মাল্টি কোরে যথাক্রমে 378 এবং 1322 পয়েন্ট পেয়েছে।

গীকবেঞ্চের লিস্টিং অনুযায়ী Moto G20 ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। ফোনটি 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে ইউনিএস‌ওসি চিপসেটে রান করবে বলে জানা গেছে। এটি 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি টি700 হতে পারে। জানিয়ে রাখি এই চিপসেট 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড। আরও বলা হয়েছে এই ফোনে 4 জিবি র‍্যাম যোগ করা হবে।

Moto G30 এবং Moto G10 Power 

কয়েক দিন আগে ভারতে লঞ্চ করা Moto G30 ফোনটি 10,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং Moto G10 Power ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। উভয় স্মার্টফোনে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here