Motorola লঞ্চ করল দুটি নতুন মোবাইল Moto G54 এবং Moto G54 Power, জেনে নিন ফিচার ও দাম

Motorola কয়েক দিন আগেই ভারতে নতুন স্মার্টফোন Moto G54 5G লঞ্চ করেছে। এই ফোনে 6,000mAh Battery এবং 50MP Camera এর মতো ফিচার রয়েছে। গতকাল কোম্পানি গ্লোবাল মার্কেটে Moto G54 5G ফোনটি পেশ করেছে এবং এই ফোনটি ইন্ডিয়ান মডেলের থেকে কিছুটা আলাদা। এর সঙ্গেই Moto G54 Power ফোনটিও লঞ্চ করা হয়েছে। উভয় ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Moto G54 এবং Moto G54 Power এর স্পেসিফিকেশন

  • 6.5″ 120Hz AMOLED Display
  • MediaTek Dimensity 7020
  • 50MP+2MP Rear Camera (Moto G54)
  • 50MP+8MP Rear Camera (Moto G54 Power)
  • 15W + 5,000mAh Battery (Moto G54)
  • 33W + 6,000mAh Battery (Moto G54 Power)

স্ক্রিন: Moto G54 এবং Moto G54 Powerউভয় ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: এই দুটি ফোন অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Moto G54 এর ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে Moto G54 Power ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Moto G54 ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে Moto G54 Power ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 6,000 ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here