Paytm ও Phonepe কে টেক্কা দিতে My Jio অ্যাপে এল UPI অপশন

টেলিকম সেক্টরে তাদের সস্তা ও নতুন প্ল‍্যানের দৌলতে নিজের আলাদা জায়গা গড়ে নেওয়া কোম্পানি রিলায়েন্স জিও এবার ডিজিটাল পেমেন্ট অ্যাপের মার্কেটে পা রাখতে চলেছে। কোম্পানি কিছু দিন আগে জিও মার্ট লঞ্চ করেছিল, এরপর তারা ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) তে এন্ট্রি নিয়ে নিয়েছে। আমাদের পাওয়া রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও তাদের মাই জিও অ্যাপে ইউপিআই পেমেন্ট সাপোর্ট জুড়ে দিয়েছে।

আরও পড়ুন: 4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Samsung Galaxy Note 10 Lite, বিপদের মুখে OnePlus

এরপর মনে করা হচ্ছে মার্কেটে আগে থেকে উপস্থিত পেটিএম, ফোনপে এবং গুগল পের মতো অপশনগুলিকে সমস‍্যায় পড়তে হতে পারে। তবে এই ফিচার অল্প কিছু ইউজাররা পাচ্ছেন। কোম্পানি অফিসিয়ালি এই বিষয়ে কোনো তথ্য জানায়নি। 

entrackr নামে একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী মাই জিও অ্যাপে ভার্চুয়াল পেমেন্ট অ্যাড্রেস (VPA) এবং ইউপিআই আইডি অ্যাড করার অপশন পাওয়া যাচ্ছে। বেশ কিছু দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও ইউপিআই পেমেন্টের জন্য অ্যাক্সিস ব‍্যাঙ্ক, আইসিআইসিআই ও স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলছে।

আরও পড়ুন: Infinix S5 Pro হবে ভারতের সবচেয়ে সস্তা পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, ফেব্রুয়ারিতে হবে লঞ্চ

এমনকি সোশ্যাল মিডিয়ায় এক ইউজার মাই জিও অ্যাপের ইউপিআই পেমেন্টের স্ক্রিনশট‌ও শেয়ার করেছে। রিপোর্টে বলা হয়েছে মাই জিও অ্যাপ ইউজারদের থেকে ইউপিআই আইডিও চাইছে। এর জন্য ইউজারদের মোবাইল নাম্বার, ডেবিট কার্ড নাম্বার এবং ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস দিতে হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি কয়েক দিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের গত বছর অর্থাৎ 2019 সালের তৃতীয় কোয়ার্টারের ফলাফল ঘোষণা করেছে। এই রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিওর ডেটা ব‍্যবহারকারী ইউজারদের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। কোম্পানির রেভিনিউ আগের বছরের তুলনায় 28.3 শতাংশ বেড়ে 13,968 কোটি হয়ে গেছে। কোম্পানি এক বছর আগে অর্থাৎ 2018 সালের তৃতীয় কোয়ার্টারে 831 কোটি টাকা লাভ করেছে।

আরও পড়ুন: ইন্টারনেটে শেয়ার হল POCO F2 Lite এর ফোটো, লঞ্চ হতে পারে POCO F2 এর সঙ্গেই

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের রিপোর্টে জানিয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত তাদের গ্ৰাহক সংখ্যা 37 কোটি পেরিয়ে গেছে। গত 12 মাসে কোম্পানি 13 কোটি 57 লক্ষ গ্ৰাহক পেয়েছে, যার মধ্যে 1 কোটি 48 লক্ষ নতুন গ্ৰাহক গত কোয়ার্টারে পাওয়া।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here