যেসব ইউজাররা 20,000 টাকার রেঞ্জে নতুন 5জি ফোন কেনার কথা ভাবছেন তাদের জানিয়ে রাখি Moto G85 এবং Vivo T3 5G ফোনদুটি এই রেঞ্জের বেস্ট অপশন হতে পারে। আকর্ষণীয় লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফোনদুটির মধ্যে কোন ফোনটি বেশি ভালো? এই বিষয়ে বিশদে জানার জন্য আমরা Moto G85 5G এবং Vivo T3 5G ফোনের তুলনা করেছি। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।
দামের তুলনা
Moto G85 5G | Vivo T3 5G | ||
ভেরিয়েন্ট | লঞ্চ প্রাইস | ভেরিয়েন্ট | লঞ্চ প্রাইস |
8GB + 128GB | ₹17,999 | 8GB + 128GB | ₹19,999 |
-নেই- | – | 8GB + 256GB | ₹21,999 |
12GB + 256GB | ₹19,999 | -নেই- | – |
Moto G85 5G এর দাম
Moto G85 5G ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা। একইভাবে ফোনটির টপ মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম 19,999 টাকা। ভারতীয় বাজারে মোটোরোলা স্মার্টফোনটি Olive Green, Cobalt Blue এবং Urban Grey কালারে সেল করা হচ্ছে।
Vivo T3 5G এর দাম
Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনটিতে 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ রয়েছে। Vivo T3 5G স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছে। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake দুটি কালারে সেল করা হচ্ছে।
Moto G85 5G এর ছবি
Vivo T3 5G এর ছবি
স্পেসিফিকেশনের তুলনা
স্পেসিফিকেশন | Moto G85 5G | Vivo T3 5G |
স্ক্রিন | 6.67″ 120Hz pOLED Curved | 6.67″ 120Hz AMOLED |
প্রসেসর | Qualcomm Snapdragon 6s Gen 3 | MediaTek Dimensity 7200 |
ওএস | MyUX + Android 14 | Funtouch OS 14 + Android 13 |
RAM + স্টোরেজ | 12GB RAM + 256GB Storage | 8GB RAM + 256GB Storage |
ব্যাক ক্যামেরা | 50MP OIS (f/1.79) + 8MP Ultra-wide (f/2.2) |
50MP OIS GN9 (f/1.79) + 2MP lens (f/2.4) |
ফ্রন্ট ক্যামেরা | 32MP Selfie Camera (f/2.4) | 16MP Selfie Camera (f/2.0) |
চার্জিং | 33W TurboPower | 44W FlashCharge |
ব্যাটারি | 5,500mAh Battery | 5,000mAh Battery |
ডিসপ্লে
Moto G85 5G ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিয় দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED 3D Curved স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সহ 1600নিটস ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Vivo T3 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট, 1200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200নিটস ব্রাইটনেস রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে DT-Star2 Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর
Moto G85 5G ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং MyUX সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.30 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU সাপোর্ট করে।
Vivo T3 5G ফোনটি 4ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.8 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali 610 GPU উপস্থিত রয়েছে।
বেঞ্চমার্ক রেজাল্ট
Benchmarks | Moto G85 5G | Vivo T3 5G |
আনটুটু ওভারঅল স্কোর | 471687 | 715922 |
আনটুটু সিপিইউ স্কোর | 150469 | 235132 |
আনটুটু জিপিইউ স্কোর | 90187 | 179555 |
আনটুটু মেমরি স্কোর | 103962 | 119964 |
আনটুটু ইউএক্স স্কোর | 127069 | 181271 |
গীকবেঞ্চ সিঙ্গেল কোর | 926 | 1177 |
গীকবেঞ্চ মাল্টি কোর | 2145 | 2646 |
গেমিং পারফরমেন্স
Moto G85 5G এবং Vivo T3 5G ফোনদুটির গেমিং পারফরমেন্স টেস্টের জন্য আমাদের টেস্টিং টিম দুটি স্মার্টফোনেই 30 মিনিট করে 3টি গেম খেলেছে। গেম খেলার সময় কোন ফোন কেমন পারফরমেন্স দিয়েছে এবং খেলার পর কোন ফোনের ব্যাটারি কতটা কমেছে ও কতটা হীট হয়েছে সেই বিষয়ে নিচে জানানো হল।
গেমিং পারফরমেন্স (30 মিনিট টেস্ট রেজাল্ট) | Moto G85 5G | Vivo T3 5G |
COD গ্রাফিক্স সেটিংস | Very High | Very High |
COD-তে ফোন হীট | 6.1° | 8.7° |
COD-তে ব্যাটারি ড্রপ | 8% | 6% |
BGMI গ্রাফিক্স সেটিংস | HD | HDR |
BGMI-তে ফোন হীট | 5.4° | 7.7° |
BGMI-তে ব্যাটারি ড্রপ | 6% | 6% |
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস | Standard | Standard |
Real Racing 3-তে ফোন হীট | 4.1° | 8.2° |
Real Racing 3-তে ব্যাটারি ড্রপ | 6% | 5% |
স্টোরেজ
Moto G85 5G ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে RAM Boost ফিচার রয়েছে। ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর মাধ্যমে এতে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। তবে এতে মেমরি কার্ড ব্যাবহার করা যাবে না।
Vivo T3 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB ভার্চুয়াল RAM এবং 8GB ফিজিক্যাল RAM ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।
ফটোগ্রাফি
ব্যাক ক্যামেরা
Moto G85 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে OIS ফিচারযুক্ত f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 মেইন সেন্সর রয়েছে। একইসঙ্গে সেটআপে f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS এবং EIS ফিচারযুক্ত f/1.79 অ্যাপার্চারযুক্ত Sony IMX882 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের বোকে লেন্সও রয়েছে।
ফ্রন্ট ক্যামেরা
সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G85 5G ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 0.7µm পিক্সেল সাইজের সেন্সর সহ f/2.4 অ্যাপার্চারে কাজ করে এবং কোয়াড পিক্সেল ফিচার সাপোর্ট করে।
Vivo T3 5G ফোনে সেলফি তোলা, রিল বানানো এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি 1/31″ সেন্সর সহ f/2.0 অ্যাপার্চারে কাজ করে।
Moto G85 5G ক্যামেরা স্যাম্পেল
Vivo T3 5G ক্যামেরা স্যাম্পেল
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার পুরোপুরি চার্জ করলে 34 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এছাড়াও, দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 30W TurboPower চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনটিতে 44W FlashCharge সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ব্যাটারি টেস্ট | Moto G85 5G | Vivo T3 5G |
চার্জিং স্পীড | 33W ফাস্ট চার্জিং | 44W ফাস্ট চার্জিং |
পিসিমার্ক ব্যাটারি লাইফ | 11 ঘন্টা 13 মিনিট | 11 ঘন্টা 16 মিনিট |
ইউটিউব ভিডিও ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) | 4% | 4% |
20% থেকে 100% চার্জ টাইম | 62 মিনিট | 70 মিনিট |
কোন ফোনটি কোথায়ে এগিয়ে?
Moto G85 স্মার্টফোনটি Vivo T3 ফোনটির থেকে সস্তা। Vivo T3 ফোনটির তুলনায় Moto G85 স্মার্টফোনটিতে কম দামে 12GB RAM সহ 256GB Storage পাওয়া যায়। Moto G85 ফোনটিতে কার্ভ ডিসপ্লে যা Vivo T3 ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লের থেকে ভালো। কার্ভ ডিজাইনের মাধ্যমে অসাধারণ ভিজুয়াল আউটপুট পাওয়া যায়।
ক্যামেরার দিক দিয়ে মেগাপিক্সেল এবং অ্যাপারচারের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোন প্রায় একইরকম। তবে ক্যামেরা স্যাম্পলে Moto G85 ফোনটির ছবি বেশি উজ্জ্বল এবং কালারফুল লাগে। হ্যাঁ Moto G85 ফোনটির সেলফি ক্যামেরা Vivo T3 ফোনটির থেকে বেশি বড়ো।
প্রসেসিঙের ক্ষেত্রে Vivo T3 5G ফোনটি Moto G85 ফোনটিকে একপাক্ষিকভাবে পরাজিত করে। সমস্ত বেঞ্চমার্ক স্কোরে এটি Motorola ফোনটিকে পিছনে ফেলে দিয়েছে। অন্যদিকে মোবাইল গেমিঙের ক্ষেত্রে Vivo ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যায়। তবে একইসঙ্গে এই ফোনটি বেশি গরমও হয়ে যায়।
ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে Moto G85 ফোনটিতে Vivo T3 ফোনটির তুলনায় বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে Vivo ফোনটির থেকে কম ব্যাকআপ পাওয়া যায়। অন্যদিকে Moto G85 5G ফোনটি Vivo T3 ফোনটির তুলনায় চার্জিং স্পীড কম হলেও, বড় ব্যাটারির জন্য এটি Vivo ফোনের থেকে দ্রুত চার্জ হয়।
যেসব ইউজাররা মোবাইল গেমিঙের জন্য নতুন ফোন খুঁজছেন তাদের জন্য Vivo T3 5G ফোনটি ভালো অপশন। এছাড়া লুক, ক্যামেরা এবং ব্যাটারি চার্জিঙের জন Moto G85 ফোনটি ভালো অপশন।