Home খবর মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 8GB RAM সহ Motorola E13, জেনে নিন স্পেসিফিকেশন

মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 8GB RAM সহ Motorola E13, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

এই বছরের শুরুতে মোটোরোলা তাদের বাজেট ক্যাটাগরির স্মার্টফোন Motorola E13 লঞ্চ করেছিল। এই ফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে সেল করা হয়। এবার কোম্পানি 8GB RAM + 128GB স্টোরেজ সহ ফোনটির তৃতীয় ভেরিয়েন্ট পেশ করেছে। সবচেয়ে বড় কথা এই ফোনের দাম মাত্র 8,999 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইলস সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চের আগেই প্রকাশ্যে Vivo V29e ফোনের দাম, স্ন্যাপড্রাগন প্রসেসর সহ হতে পারে লঞ্চ

Motorola E13 এর 8GB RAM ভেরিয়েন্টের দাম

Moto E13 ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে আবার বাজারে আনা হয়েছে। এই মডেলের দাম মাত্র 8,999 টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি এটি লঞ্চ অফারে ফোনটির দাম, পরে এই দাম বাড়ানোও হতে পারে। আগামী 16 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। মনে করিয়ে দিই গত ফেব্রুয়ারি মাসে Moto E13 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। তখন ফোনটির 2GB RAM + 64GB মেমরি এবং 4GB RAM + 64GB স্টোরেজ মডেল লঞ্চ করা হয়েছিল।

Motorola E13 এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন