সামনে এল Motorola Edge 2023 এর রেন্ডার, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

Highlights

  • মোটোরোলা এজ 2023 ফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
  • ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল পেশ করা হতে পারে।

টেক কোম্পানি মোটোরোলা আগামী কয়েক মাসের মধ্যে তাদের এজ সিরিজের পরিধি বিস্তার করতে পারে। এতে Motorola Edge 2023 ফোনটি পেশ করা হতে পারে। এই ফোনটি Moto Edge 2022 এর সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির ঘোষণার আগে প্রাইস বাবা এর রেন্ডার স্পট করেছে। এই পোস্টে এই রেন্ডার সম্পর্কে জানতে পারবেন। আরও পড়ুন: Tecno লঞ্চ করল বিশেষ ব্যাক প্যানেল সহ স্মার্টফোন, দাম মাত্র 15999 টাকা

Motorola Edge 2023 এর রেন্ডার

  • ছবিতে দেখা যাচ্ছে Motorola Edge 2023 ফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে দেওয়া হবে।
  • ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে দুটি এলইডি ফ্ল্যাশও থাকবে বলে জানা গেছে।
  • ক্যামেরার মডিউলের পাশে টেক্সটও লেখা হয়েছে, এর থেকে জানা গেছে এই ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
  • ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন থাকবে। এছাড়া ব্যাক প্যানেলে মাঝখানে মোটোরোলার ব্র্যান্ডিং দেখা গেছে।

Motorola Edge 2023 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে 144Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন দেওয়া হতে পারে।
  • প্রসেসর: গত বছরের 2022 এডিশনে Dimensity 1050 চিপসেট দেওয়া হয়েছিল। নতুন মডেলে আপগ্রেড দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
  • স্টোরেজ: ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ওয়্যারলেস চার্জিং টেকনোলজিও থাকতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP52 রেটিং, ব্লুটুথ, ওয়াইফাই এবং ডুয়েল সিম 5G এর মতো প্রয়োজনীয় ফিচার থাকতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here