লঞ্চের আগে লিক হল Motorola Edge 40 Neo এর ভিডিও, দেখে নিন কেমন হবে ফোনটি

Highlights

  • লিকের মাধ্যমে ফোনটির কালার অপশন এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে।
  • ফোনটি তিনটি কালার অপশনে দেখা গেছে।
  • এতে ডায়মেনসিটি 1050 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।

মোটোরোলার এজ 40 সিরিজ প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেই পড়ে। এতে নতুন ডিভাইস Motorola Edge 40 Neo নামে পেশ করা হবে। জানিয়ে রাখি ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেসন সাইট এবং লিক রিপোর্টের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন জানা গিয়েছিল। এবার একটি নতুন লিক ভিডিওর মাধ্যমে ফোনটির কালার অপশন এবং ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লেটেস্ট লিক সম্পর্কে। আরও পড়ুন: লঞ্চ হল ফোল্ডেবল স্মার্টফোন OPPO Find N3 Flip, স্টাইলিশ লুকের সঙ্গে রয়েছে শক্তিশালী স্পেসিফিকেশন

Motorola Edge 40 Neo এর ডিজাইন এবং কালার অপশন

  • মাই স্মার্ট প্রাইস মোটোরোলার এই আপকামিং স্মার্টফোনের 360 ডিগ্রী ভিডিও জারি করেছে। ভিডিওতে ফোনটির ডিজাইন এবং কালার অপশন দেখা গেছে।
  • লিঙ্কে ক্লিক করে ভিডিওতে দেখা যেতে পারে Motorola Edge 40 Neo ফোনে কার্ভ স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল রয়েছে, এতে এলইডি ফ্ল্যাশও রয়েছে।
  • ব্যাক প্যানেলে ক্যামেরা মদিউলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্র্যান্ডিং দেখা গেছে।
  • ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল কাট আউট ডিজাইন দেওয়া হবে।
  • ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে। নিচের দিকে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম ট্রে রয়েছে।
  • ভিডিওতে এই আপকামিং ফোনটি ব্ল্যাক বিউটি, চ্যানেল ওয়ে এবং সুদিং সী তিনটি কালারে দেখা গেছে।

Motorola Edge 40 Neo এর লঞ্চ ডেট (লিক)

কিছু দিন আগে Motorola Edge 40 Neo ফোনটি স্পেনের আমাজন ওয়েবসাইটে দেখা গিয়েছিল। এই ফোনটি সম্পর্কে ওয়েবসাইটে বলা হয়েছিল ফোনটি আগামী 15 সেপ্টেম্বর পেশ করা হবে। এখন অপেক্ষা কোম্পানির অফিসিয়াল ঘোষণার। আরও পড়ুন: Airtel Vs Jio Vs BSNL: জেনে নিন 30 দিন ভ্যালিডিটির প্ল্যানের মধ্যে কোনটি বেস্ট

Motorola Edge 40 Neo এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই আপকামিং মোটোরোলা ফোনে 6.55 ইঞ্চির pOLED এফএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 144hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চ থেকে জানা গেছে এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 1050 চিপসেট থাকবে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ip68 রেটিং, ডুয়েল সিম 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই এর মতো প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here