দেশের অন্যতম নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি Airtel এবং Reliance Jio এর কাছে 30 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান রয়েছে। জানিয়ে রাখি ভারত সরকারের অধীনে থাকা টেলিকম কোম্পানি BSNL পর্যন্ত এই রেসে অংশগ্রহণ করেছে। BSNL এর কাছে একাধিক 30 দিন ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যান রয়েছে। তাই এই পোস্টে তিনটি কোম্পানির 30 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানানো হল। এই পোস্টটি পড়ে আপনারা নিজেই বুঝতে পারবেন কোন প্ল্যানটি বেস্ট।
30 দিন ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান
দাম |
বেনিফিট |
ভ্যালিডিটি |
জিওর 296 টাকা দামের প্ল্যান | 25GB ডেটা, প্রতিদিন 100 SMS, ফ্রি কলিং, জিও অ্যাপের সাবস্ক্রিপশন | 30 দিন |
এয়ারটেলের 296 টাকা দামের প্ল্যান | 25GB ডেটা, প্রতিদিন 100 SMS, ফ্রি কলিং, অ্যাপোলো সাবস্ক্রিপশন | 30 দিন |
বিএসএনএলের 299 টাকা দামের প্ল্যান | 90GB ডেটা, প্রতিদিন 100 SMS, ফ্রি কলিং | 30 দিন |
1. জিওর 296 টাকা দামের প্ল্যান: রিলায়েন্স জিওর 296 টাকা দামের প্রিপেইড প্ল্যানে ইউজারদের 30 দিনের ভ্যালিডিটি সহ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানে কোন FUP লিমিত ছাড়া মোট 25GB ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে জিও ফ্রিডম প্ল্যান নামে লিস্টেড করা হয়েছে। এছাড়া এই প্ল্যানের সঙ্গে বিভিন্ন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।
2. এয়ারটেলের 296 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 25জিবি ডেটা এবং প্রতিদিন 100টি ফ্রি এসএমএস পাওয়া যায়। ের সঙ্গে উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন, ফ্রি hellotunes, 100 টাকার ফাস্টট্যাগ ক্যাশব্যাক এবং 3 মাসের জন্য অ্যাপোলো সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
3. বিএসএনএলের 299 টাকা দামের প্ল্যান: BSNL এর 299 টাকা দামের প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 3GB করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে মোট 90GB ডেটা উপভোগ করা যায়। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। এছাড়াও এই প্ল্যানে ডেইলি 100টি করে ফ্রি এসএমএস পাওয়া যায়।
Note: দামের দিক থেকে বিএসএনএলের প্ল্যানটির জন্য জিও এবং এয়ারটেলের প্ল্যানের চেয়ে মাত্র 3 টাকা বেশি খরচ করতে হয়। অথচ প্রথম দুটি প্ল্যানের চেয়ে এই প্ল্যানে প্রায় তিন গুণ বেশি ডেটা পাওয়া যায়। যেসব ইউজারদের বেশি পরিমাণ ডেটার সঙ্গে 30 ভ্যালিডিটি প্রয়োজন তাদের জন্য বিএসএনএলের প্ল্যানটি বেস্ট। তবে এখনও পর্যন্ত 3জি স্পীডে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য বিএসএনএল যথেষ্ট পিছিয়ে রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন