IP68 রেটিং, প্রিমিয়ম 3D কার্ভ ডিজাইন সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 50 Ultra স্মার্টফোন, জেনে নিন দাম

মোটোরোলা তাদের এজ50 সিরিজের অধীনে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী Motorola Edge 50 Ultra স্মার্টফোন ভারতে লঞ্চ করেছে। ইউজাররা এই ফোনে AI ফিচার, 3D কার্ভ ডিসপ্লে, উডেন ফিনিশ, সিলিকন লেদার ব্যাক প্যানেল, 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট সহ আরও অন্যান্য ফিচার পেয়ে যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Motorola Edge 50 Ultra স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Motorola Edge 50 Ultra এর দাম এবং সেল

 • Motorola Edge 50 Ultra স্মার্টফোন সিঙ্গেল স্টোরেজ অপশনে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।
 • এই ফোনটির 12GB RAM +512GB স্টোরেজ অপশনের দাম 54,999 টাকা রাখা হয়েছে।
 • Motorola Edge 50 Ultra ফোনটি ফরেস্ট গ্রে, নার্ডিক উড, পীচ ফাজ এর মতো তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
 • কোম্পানি ব্যাঙ্ক অফারের অধীনে 5,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ড দিচ্ছে এবং এর সাহায্যে 49,999 টাকায় পাওয়া যাবে।
 • আগামী 24 জুন দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেল স্টোর সহ কোম্পানির ওয়েবসাইটে সেল করা শুরু হবে।

Motorola Edge 50 Ultra এর স্পেসিফিকেশন

 • 6.7 ইঞ্চির pOLED 3D কার্ভ ডিসপ্লে
 • 144Hz রিফ্রেশ রেট
 • Snapdragon 8s Gen 3 প্রসেসর
 • 50 ট্রিপল রেয়ার ক্যামেরা
 • 100x AI সুপার জুম
 • 4500mAh ব্যাটারি
 • 125W ফাস্ট চার্জিং
 • IP68 রেটিং
 • অ্যান্ড্রয়েড 14

ডিসপ্লে: Motorola Edge 50 Ultra ফোনে 2,712 x 1,220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির pOLED 3D কার্ভ ডিসপ্লে সহ 144Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাপ্লিং রেট, 2,800 নিটস ব্রাইটনেস এবং HDR10+ ফিচার সাপোর্ট রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যাবহার করা হয়েছে। ফলে ইউজাররা দুর্দান্তভাবে উপভোগ করতে পারবে।

স্টোরেজ: এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 512GB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: Motorola Edge 50 Ultra ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে OIS ফিচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সহ 100x AI সুপার জুম ফিচার দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 125W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং 10W ওয়্যারলেস পাওয়ার শেয়ারিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: Motorola Edge 50 Ultra ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, AI ফিচার, ডুয়াল সিম 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং এর মতো অপশন যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Motorola Edge 50 Ultra অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত Motorola Edge 50 সিরিজের ফিউশন এবং প্রো মডেল পেশ করা হয়েছে। এবার আলট্রা লঞ্চ হওয়ার পর এই সিরিজের তিনটি ফোন ভারতীয় বাজারে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here