মার্কেটে ক্রমবর্ধমান 5জি ফোনের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আবার মোটোরোলা অ্যাফোর্ডেবল ক্যাটাগরিতে 5জি স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। আমাদের পাওয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনটির কোডনেম Ibiza। আশা করা হচ্ছে 2021 এর প্রথম কোয়ার্টারেই Moto Ibiza লঞ্চ করা হবে। রিপোর্টে এই ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছে। মনে করিয়ে দিই এর আগে মোটোরোলার Capri, Capri Plus ও Nio কোডনেমের তিনটি ফোনে মোটোরোলা কাজ করছে বলে খবর পাওয়া গিয়েছিল।
জার্মানির পাবলিকেশন TechnikNews XDA Developers এর অ্যাডাম কনভের সঙ্গে মিলে একটি রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্ট অনুযায়ী মোটোরোলা ইবিজার মডেল নাম্বার XT02137। এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্টেড ওয়াটারড্রপ নচসহ 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 4 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
এই ফোনের ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়া ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হবে। ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে।
রিপোর্টে বলা হয়েছে, মোটোরোলা ইবিজাতে 4জি কানেক্টিভিটির সঙ্গে স্ন্যাপড্রাগন 400 সিরিজের কোনো চিপসেট দেওয়া হবে। লিকে বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে এই ফোনে স্ন্যাপড্রাগন SM4350 প্রসেসর থাকবে। জানিয়ে রাখি, ইতিমধ্যে স্ন্যাপড্রাগন 480 5G চিপসেট মার্কেটে পেশ করে দেওয়া হয়েছে।
লিক থেকে ফোনটির ডিজাইন সম্পর্কেও জানা গেছে। বলা হয়েছে ফোনের ফ্রন্ট প্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হবে এবং নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া বডি পার্ট থাকবে। এই ডিজাইন অনেকটা মোটোরোলার ক্যাপ্রি ডিজাইনের মতো হবে যা আমরা আগে দেখিয়েছি। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সম্ভাবত একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট থাকবে, তবে ব্যাক প্যানেলের কোনো ফোটো শেয়ার করা হয়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন