গত সপ্তাহে খবর পাওয়া গিয়েছিল মোটোরোলা একটি নতুন স্মার্টফোনে কাজ করছে এবং এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হবে। ভারতের বিআইএস সার্টিফিকেশন সাইটে Motorola Hanoip কোডনেমের সঙ্গে ফোনটি লিস্টেড হতে দেখা গিয়েছিল। এবার একটি নতুন আপডেট থেকে জানা গেছে ফোনটির নাম Moto G60 হবে। নামের পাশাপাশি আরও জানা গেছে এতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, 6,000 এমএএইচের ব্যাটারী এবং 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে।
XDA Developers তাদের রিপোর্টে Moto G60 সম্পর্কে জানিয়েছেন। রিপোর্টে XT2135-1, XT2135-2 এবং XT2147-1 তিনটি মডেল নাম্বারের কথা উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী সবার আগে Moto G60 ফোনটি ল্যাটিন আমেরিকা ও ইউরোপের মার্কেটে পেশ করা হবে। এই ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হতে চলেছে। জানা গেছে ফোনটি ভারতেও লঞ্চ করা হবে, তবে Moto G60 এর ভারতীয় ভেরিয়েন্ট গ্লোবাল ভেরিয়েন্টের চেয়ে কিছুটা আলাদা হবে। এই লিক থেকে Moto G60 এর স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
Moto G60 এর স্পেসিফিকেশন
এক্সডিএ ডেভেলপার্সের রিপোর্টে বলা হয়েছে Moto G60 ফোনটিতে 1080 × 2460 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। এতে এমোলেড ডিসপ্লে প্যানেল থাকবে না কি এলসিডি প্যানেল সেবিষয়ে কিছু বলা হয়নি, তবে জানা গেছে এই ফোনের ডিসপ্লে 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে।
রিপোর্ট অনুযায়ী ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি দেওয়া হতে পারে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ থাকতে পারে। প্রসেসিঙের জন্য Moto G60 তে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732জি চিপসেট দেওয়ার সম্ভাবনা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।
জানা গেছে Moto G60 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 108MP Samsung ISOCELL HM2 সেন্সরের সঙ্গে 16 মেগাপিক্সেলের OmniVision OV16A1Q আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের OmniVision OV16A1Q সেন্সর দেওয়া হতে পারে। শোনা যাচ্ছে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকবে।
রিপোর্ট অনুযায়ী উপরোক্ত স্পেসিফিকেশন Moto G60 ফোনটির XT2135-1/2 মডেল নাম্বারযুক্ত ফোনটির হবে। অন্যদিকে রিপোর্টের তৃতীয় XT2147-1 ফোনটিতে 64 মেগাপিক্সেলের OmniVision প্রাইমারি সেন্সর দেওয়া হবে। আরও জানা গেছে এই মডেলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। Moto G60 এর সঠিক স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন