200MP ক্যামেরা এবং Snapdragon 8 Gen 1 Plus চিপসেটের সাথে লঞ্চ হতে চলেছে Motorola এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘Frontier 22’ । জেনে নিন স্পেসিফিকেশন

Motorola, Qualcomm এর লেটেস্ট প্রসেসর Snapdragon 8 Gen 1 SoC এর সাথে সর্বপ্রথম স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি গত মাসে চিনে Moto X30 লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে Edge 30 Pro নামে লঞ্চ হতে পারে। অনেকেই হয়তো Motorola র এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করছেন, কিন্তু একটি নতুন রিপোর্টে Motorola-এর পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য সামনে এসেছে। Motorola-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের কোডনেম ‘Frontier 22’।

Motorola র এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে Snapdragon 8 Gen 1 “Plus”। Qualcomm-এর এই চিপসেটটি Snapdragon 8 Gen 1-এর তুলনায় অনেক ইমপ্রুভমেন্ট সহ আসবে। এই পোস্টে আপনাদেরকে Motorola এর আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ভাবে জানাবো।

Moto ফ্ল্যাগশিপ স্মার্টফোন ডিজাইন রেন্ডার

Motorola গত মাসে চিনে Moto X30 লঞ্চ করেছে। এখন একটি নতুন লিক হওয়া রিপোর্টে, কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিবরণ শেয়ার করা হয়েছে। WinFuture, Motorola র আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন রেন্ডার শেয়ার করেছে। এই স্মার্টফোনের ব্যক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই Motorola ফোনে একটি 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে, যা OIS সাপোর্ট করবে। এই ফোনে একটি 50MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 12MP টেলিফটো ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে, যা 2x জুম সাপোর্ট করবে। এই ফোনে একটি 60MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

এই Motorola ফোনে একটি ফুল HD+ রেজোলিউশন সহ একটি 6.67-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এর সাথে, এই ফোনের রিফ্রেশ রেট হবে 144Hz এবং এটি HDR10+ সাপোর্ট করবে। এই Motorola স্মার্টফোনটি Android 12-এ চলবে। এই Motorola স্মার্টফোনটি তিনটি স্টোরেজ বিকল্পে লঞ্চ করা হবে – 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB।

এই Motorola স্মার্টফোনটি Snapdragon 8 Gen 1 Plus SoC সহ আসবে। Qualcomm এখনও এই চিপসেট সম্পর্কে তথ্য শেয়ার করেনি। যদিও এই ফ্ল্যাগশিপ চিপসেটটি চলতি বছরের মাঝামাঝি সময়ে কিছু পরিবর্তন সহ লঞ্চ করা হতে পারে।

Motorola-এর এই আপকামিং স্মার্টফোনে 4,500mAh ব্যাটারি থাকতে পারে, যা 125W ওয়্যার ফাস্ট চার্জ এবং 30W বা 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি 2022 সালের জুলাই মাসে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here