ভারতে 1,24,999 টাকা দামে লঞ্চ হল Motorola স্মার্টফোন, জেনে নিন এর দামের কারণ

Motorola এমন একটি ব্র‍্যান্ড যা অন‍্যান‍্য কোম্পানির মতো একের পর এক স্মার্টফোন লঞ্চের বদলে হাতে গোনা কিছু মডেল মার্কেটে পেশ করে। এই মজবুত বিল্ট কোয়ালিটি ও সুন্দর স্পেসিফিকেশনযুক্ত গ্ৰাহকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করে। আজ কোম্পানি ভারতে তাদের টেকনিক দেখিয়ে অসাধারণ Motorola razr 5G ফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 1,24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: 13 অক্টোবর ভারতে আসছে Vivo V20 সিরিজ, লঞ্চ হবে 8GB RAM ও 64MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

1,24,999 টাকা দামে লঞ্চ করার ফলে Motorola razr 5G ফোনটি ভারতের সবচেয়ে দামি ফোনগুলির লিস্টে নিজের জায়গা করে নিয়েছে। আজ অর্থাৎ 5 অক্টোবর থেকে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 12 অক্টোবর থেকে ফোনটির সেল শুরু হবে। কোম্পানির সিলেক্টেড আউটলেটে এবং শপিং সাইট ফ্লিপকার্টে Motorola razr 5G ফোনটি সেল করা হবে। ফোনটি শুধুমাত্র Polished Graphite কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

অনবদ্য ডিজাইন

এই মোটোরোলা ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর বিশেষ ডিজাইন। এই ফোনটি ওপর থেকে নিচে অর্থাৎ ভার্টিক‍্যালি ফোল্ড হয়। Motorola razr 5G ফোনটি 3ডি গ্লাস ডিজাইনে বানানো হয়েছে 7000 সিরিজ অ্যালুমিনিয়াম বডিতে তৈরি। ফোনটির দুটি ডিসপ্লে জোড়ার জন্য সিঙ্গেল হিঙ্জ দেওয়া হয়েছে এবং ফোনটি ফোল্ড হ‌ওয়ার পর নিচের দিকে অর্থাৎ ফ্রন্টে চলে আসে ও ক‍্যামেরার ওপর ডিসপ্লে চলে আসে। এই স্ক্রিনে ক্লক ও নোটিফিকেশন দেখা যায়। এই ফোনটি মাত্র 6.9 এম‌এম চ‌ওড়া। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ওয়াটার ও ডাস্ট প্রুফ করা হয়েছে।

আরও পড়ুন: WhatsApp এ শীঘ্রই আসছে সুন্দর ফিচার, বদলে যাবে চ‍্যাটিঙের অনুভব

দুটি ডিসপ্লে

Motorola razr 5G ফোনটি সিনেমা ভিশন 21:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2142 × 876 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.2 ইঞ্চির ওএল‌ইডি ডিসপ্লে আছে। ফোনটি খোলা থাকলে অর্থাৎ আনফোল্ড করলে স্ক্রিনের এই মাপ থাকে। এক‌ইভাবে ফোনটি ফোল্ড করলে যে ছোট স্ক্রিন দেখা যায় তাকে সেকেন্ডারি ডিসপ্লে বলা হচ্ছে এবং এর আসপেক্ট রেশিও 4:3। এতে 600 × 800 পিক্সেল রেজলিউশনযুক্ত 2.7 ইঞ্চির জিওএল‌ইডি স্ক্রিন দেওয়া হয়েছে।

প্রসেসিং

Motorola razr 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। এতে অ্যান্ড্রয়েড স্টক ভার্সনের সঙ্গে লঞ্চ করা হয়েছে ফলে আগামী তিন বছর পর্যন্ত প্রতিটি অ্যান্ড্রয়েড আপডেট সবার আগে পাবে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট দেওয়া হয়েছে। এই নতুন ফোনটি 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 5জি রেডি ফোন অর্থাৎ ভারতে 5জি নেটওয়ার্ক এলে এটি 5জি নেটওয়ার্কে কাজ করা শুরু করে দেবে।

আরও পড়ুন: লঞ্চ হল OPPO A73, এতে আছে 6GB RAM, কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 30W 4015mAh ব‍্যাটারী

ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Motorola razr 5G তে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেন্সর ফোনটির বাইরের ডিসপ্লেতে দেওয়া হয়েছে যা রেয়ার ক‍্যামেরার কাজ করে। ফোনটি ফোল্ড করলে এই ক‍্যামেরা সামনের দিকে চলে আসে। এই 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর কোয়াড পিক্সেল টেকনোলজিযুক্ত এবং এতে 4x low light sensitivity ও Optical Image Stabilization এর মতো ফিচার যোগ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনটি আনফোল্ড করলে ডিসপ্লের ওপর 20 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর পাওয়া যায়।

কানেক্টিভিটি ও ব‍্যাটারী

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Motorola razr 5G তে 2,800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক, এন‌এফসি, ব্লুটুথ, ওয়াইফাই ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

আরও পড়ুন: ভারতে আসছে শাওমির শক্তিশালী ফোন Mi 10T Lite, লিস্টেড হল ওয়েবসাইটে

জানিয়ে রাখি এইচডিএফসি ব‍্যাঙ্কের কার্ড ব্যবহার করে Motorola razr 5G ফোনটি কিনলে কোম্পানি 10,000 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া এই ফোনে রিলায়েন্স জিওর সিম ব‍্যবহার করলে গ্ৰাহকদের 14,997 টাকার এক্সট্রা বেনিফিট বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here