22 এপ্রিল লঞ্চ হবে Motorola এর ফ্ল‍্যাগশিপ ফোন, এতে থাকতে পারে 108 MP ক‍্যামেরা

লেনোভোর অধীনস্থ কোম্পানি Motorola এর নেস্কট জেনারেশন ফ্ল‍্যাগশিপ ফোন লঞ্চ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 22 এপ্রিল তারা তাদের এই আগামী ফ্ল‍্যাগশিপ ডিভাইস লঞ্চ করবে। এই ফোনটি লঞ্চের জন্য কোম্পানি একটি ই-ইভেন্ট আয়োজন করবে। আসলে গত ফেব্রুয়ারি মাসে বার্সেলোনার MWC 2020 তে কোম্পানির এই ফ্ল‍্যাগশিপ ফোনটি লঞ্চ করার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের ক্রমবর্ধমান প্রকোপে এই ইভেন্ট স্থগিত করা হয়।

আরও পড়ুন: Samsung ইউজাররা সাবধান! এখন ফোন আপডেট করলে হতে পারে খারাপ

আশা করা হচ্ছে কোম্পানি আগামী 22 এপ্রিল তাদের Motorola Edge+ ফোনটি লঞ্চ করবে। ভারতীয় সময় অনুযায়ী রাত 9:30 টার সময় এই ইভেন্টটি অনুষ্ঠিত হবে। তবে কোম্পানি তাদের টুইটে এই দিন লঞ্চ হতে চলা ফোনটির নাম ঘোষণা করেনি। কিন্তু টুইটে কোম্পানি তাদের আগামী ফোনটির টিজার জারি করেছে এবং এই টিজারে কোম্পানির আগামী ফোনের ঝলক দেখা গেছে। এই ফোনে 90° কার্ভড ওয়াটারফল ডিসপ্লে দেওয়া হবে সেটাও টিজারে দেখা গেছে।

Motorola Edge+ ফোনটিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। কিছু দিন আগের একটি রেন্ডার অনুযায়ী এই ফোনে ডুয়েল অপ্টিক‍্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে এবং এতে লেজার অটো ফোকাসের সঙ্গে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশ‌ও দেওয়া হতে পারে। এছাড়া রেন্ডার অনুযায়ী এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট, সিম ট্রে ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক থাকবে। Motorola Edge+ এর ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল এজ ডিসপ্লের সঙ্গে পাঞ্চ হোল ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: 12 জিবি র‍্যাম ও 65 ওয়াট ফাস্ট চার্জিঙের সঙ্গে লঞ্চ হল অত্যন্ত স্টাইলিশ এবং শক্তিশালী 5G স্মার্টফোন Oppo Ace 2

কোম্পানি তাদের Motorola Edge+ ফোনটি 8 জিবি ও 12 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে। কোম্পানির এই আগামী ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে রান করবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,170 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। অন্য একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 865 চিপসেট দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here