Nokia এর থেকে বাইরে বেড়িয়ে এখন টে কোম্পানি HMD Global তাদের নিজস্ব মোবাইল ফোন লঞ্চ করছে। এই ব্র্যান্ডের অধীনে কিছুদিন আগেই HMD Pulse, Pulse+, Plus Pro এবং HMD Vibe স্মার্টফোন পেশ করা হয়েছিল। এবার আরও একটি নতুন HMD স্মার্টফোন প্রকাশ্যে এসেছে। এই আপকামিং ফোনটি গীকবেঞ্চ ওয়েবসাইটে কোডনেম সহ দেখা গেছে। একইসঙ্গে এতে উপস্থিত চিপসেট, প্রসেসর এবং RAM সম্পর্কে জানা গেছে।
HMD Phone এর বেঞ্চমার্ক ডিটেইলস
- কোম্পানির আপকামিং ফোনটি গীকবেঞ্চ ওয়েবসাইটে HMD Global Tomcat কোডনেম সহ দেখা গেছে।
- এই লিস্টিং 2 মে 2024 করা হয়েছে, এর মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে।
- গীকবেঞ্চ ওয়েবসাইটে HMD Tomcat স্মার্টফোন 8GB RAM সহ লিস্টিং করা হয়েছে।
- এই ফোনে অক্টাকোর প্রসেসর সহ বেস ফ্রিকুয়েন্সি 1.96 গীগাহার্টজ দেওয়া হবে বলে জানা গেছে।
- গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী এই ফোনে 2.40GHz স্পীড সহ 4 কোর এবং 1.96GHz সহ 4 কোর যোগ করা হয়েছে।
- এই ফোনে Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
- এই আপকামিং HMD ফোনে সিঙ্গেল-কোর 978 এবং মাল্টি-কোর 2664 স্কোর পেয়েছে।
HMD Pulse Pro
- দাম: HMD Pulse Pro ফোনটি গ্লোবাল বাজারে 180 ইউরো সহ লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকা অনুযায়ী দাম প্রায় 15,900 টাকা রাখা হয়েছে। এই ফোনটি ভারতে লঞ্চ করা হলে এর দাম আরও কম হতে পারে।
- ডিসপ্লে: HMD Pulse Pro ফোনে 6.65 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1612×720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 480 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: এই ফোনে এন্ট্রি লেভেল UNISOC T606 প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: HMD Pulse Pro 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনটি virtual RAM সাপোর্ট করে। এর সাহায্যে এই ফোনে 8GB পর্যন্ত এক্সট্রা RAM যোগ করা যায়। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যায়।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য HMD Pulse Pro ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
- অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 4G, এইফি, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP52 রেটিং দেওয়া হয়েছে।
- ওএস: HMD Pulse Pro ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে দুই বছর ওএস আপডেট দেওয়া হবে।