Highlights
- আসন্ন JioBook টি Amazon India তে সেল করা হবে।
- এর দাম প্রায় 20,000 টাকা হতে পারে।
- এটি পুরানো ল্যাপটপের থেকে কিছুটা হালকা স্পেসিফিকেশন সহ আনা যেতে পারে।
Jio ভারতের মার্কেটে তাদের সেকেন্ড জেনারেশন JioBook লঞ্চ করার জন্য প্রস্তুত। কোম্পানি এই মাসের শেষের দিকে অর্থাৎ 31শে জুলাই ভারতে তাদের নতুন JioBook ল্যাপটপ লঞ্চ করতে চলেছে। এছাড়াও Amazon এ JioBook ল্যাপটপের টিজার প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের আসন্ন Jio Book সম্পর্কে ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং 8GB RAM সহ লঞ্চ হল Tecno Pova Neo 3 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস
নতুন JioBook ল্যাপটপের স্পেসিফিকেশন
Amazon Laptop সম্পর্কে একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এই সাইটে টিজার ইমেজ এবং ল্যাপটপের কিছু বিশেষ ফিচার প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী এই ল্যাপটপটি অনেক হালকা হবে। গত বছরের মডেলটির ওজন 1.2 কেজি ছিল, এর আপগ্রেডেড ভার্সনের ওজন হবে 990 গ্রাম।
এই ল্যাপটপটি 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে। নতুন Jiobook-এ JioOS (Android বেসড) এবং অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে। এছাড়াও কোম্পানি এতে দীর্ঘস্থায়ী ব্যাটারি দিতে পারে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Moto G14 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
JioBook এর দাম (সম্ভাব্য)
কোম্পানি তাদের প্রথম প্রজন্মের JioBook 15,799 টাকা দামে লঞ্চ করেছিল। এটি Reliance Jio Store থেকে কেনা যাবে। তবে এই নতুন জেনারেশন ল্যাপটপের দাম 20 হাজারের কম হবে বলে অনুমান করা হচ্ছে। Amazon ছাড়াও এটি অন্যান্য রিটেইল স্টোরে সেলের জন্য পাওয়া যাবে।
এর আগে কোম্পানি 2022 সালে তাদের প্রথম বাজেট ল্যাপটপ IMC লঞ্চ করেছিল। এর মাধ্যমে জুলাই মাসের মধ্যে ভারতে Jio এর দ্বিতীয় প্রোডাক্ট লঞ্চ হবে। কোম্পানি ইতিমধ্যেই তাদের Jio Bharat 4G ফিচার ফোন লঞ্চ করেছে, যার দাম 999 টাকা। যেহেতু JioBook-এর জন্য একটি 4G সিমও প্রয়োজন, তাই কোম্পানি এই ল্যাপটপের সাথে লো বাজেট ডেটা প্ল্যানও অফার করতে পারে। আরও পড়ুন: 26 জুলাই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Z Fold 5 এবং Flip 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন