নোকিয়া ফ্যানদের জন্য সুখবর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে জানানো হয়েছে আগামী 6 সেপ্টেম্বর ভারতে নতুন Nokia 5G ফোন লঞ্চ করতে চলেছে। ব্র্যান্ডের তরফ থেকে এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি তবে আশা করা হচ্ছে এই ফোনটি Nokia G42 5G নামে ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Realme এর সস্তা স্মার্টফোন, দেখে নিন লঞ্চ প্রাইস, অফার ও ডিটেইলস
Nokia G42 5G এর দাম
Nokia G42 5G ফোনটি 6 সেপ্টেম্বর ভারতে লঞ্চ করা হতে পারে। কোম্পানি এই বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা করেনি, তবে টেক জগতে কানাঘুষো শুরু হয়েছে এই ফোনটি Nokia G42 5G নামে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এই ফোনটি গ্লোবাল মার্কেটে আগেই পেশ করা হয়েছে এবং এই ফোনটি মাত্র $199 দামে সেল করা হয়। ভারতীয় টাকা অনুযায়ী এই দাম প্রায় 16,000 টাকার কাছাকাছি। আশা করা হচ্ছে ভারতে Nokia G42 5G ফোনটি 15 হাজার টাকার বাজেটেই লঞ্চ করা হতে পারে।
Are you ready to experience speed with Nokia 5G smartphone? Stay tuned for the announcement on September 6, 2023.#Nokiaphone #5G #ComingSoon pic.twitter.com/XigoMvfxAW
— Nokia Mobile India (@NokiamobileIN) September 2, 2023
Nokia G42 5G এর স্পেসিফিকেশন
- 6.5″ 90Hz Display
- Qualcomm Snapdragon 480+
- 6GB RAM + 128GB Storage
- 50MP Rear Camera
- 20W 5,000mAh Battery
স্ক্রিন: নোকিয়া জি42 5জিতে 720 × 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: নোকিয়া জি42 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটি 4GB RAM ও 6GB RAM ভেরিয়েন্টে পেশ করেছে এবং এতে 128জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে এবং এতে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য নোকিয়া জি42 5জিতে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20 ওয়াট ফাস্র চার্জিং টেকনোলজি রয়েছে।
অন্যান্য: Nokia G42 5G ফোনটি 5G ও 4G উভয় নেটওয়ার্কে কাজ করে এবং এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটিকে IP52 রেটিং দেওয়া হয়েছে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন