Home টপ সংগ্রহ বিনোদনের মেলা বসতে চলেছে এই সপ্তাহে! দেখে নিন এই সপ্তাহে‌ রিলিজ হ‌ওয়া নতুন ফিল্ম এবং সিরিজের লিস্ট

বিনোদনের মেলা বসতে চলেছে এই সপ্তাহে! দেখে নিন এই সপ্তাহে‌ রিলিজ হ‌ওয়া নতুন ফিল্ম এবং সিরিজের লিস্ট

প্রত‍্যেক সপ্তাহে ইউজাররা ওটিটি প্ল‍্যাটফর্মে (OTT Platform) নতুন রিলিজ হ‌ওয়া ওয়েব সিরিজ এবং ফিল্মের অপেক্ষা করতে থাকে। এই কারণেই প্রতি সপ্তাহে নতুন ওটিটি রিলিজ (New OTT Release) সম্পর্কে আর্টিকেলে‌র মাধ্যমে আপনাদের আমরা জানাই। ওটিটি প্ল‍্যাটফর্মের দর্শকদের জন্যে এই সপ্তাহটিও খুবই অসাধারণ হতে চলেছে। OTT প্ল‍্যাটফর্মে এই সপ্তাহে ‘তু ঝুটি মে মাক্কার, সাস, বাহু অর ফ্ল‍্যামিঙ্গো, ফায়ারফাইল্স: পার্থ অর জুগনু ইত্যাদি ফিল্ম এবং ওয়েবসিরিজ রিলিজ হবে। এই ওয়েব শো এবং মুভি গুলি ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ হবে। আরও পড়ুন: আনলিমিটেড ডেটাযুক্ত দুটি নতুন সস্তা প্ল‍্যান পেশ করলো Airtel, জেনে নিন বিস্তারিত

এই সপ্তাহে রিলিজ হ‌ওয়া ফিল্ম এবং ওয়েব সিরিজের লিস্ট

  1. Tu Jhoothi Main Makkaar
  2. Saas, Bahu Aur Flamingo
  3. Fireflies: Parth Aur Jugnu
  4. Meter
  5. Corona Papers

Tu Jhoothi Main Makkaar

তু ঝুটি মে মাক্কার ফিল্ম এই সপ্তাহে ওটিটিতে রিলিজ হবে। মুভিটি লাভ রঞ্জন পরিচালনা করেছেন। মুভিটিতে রনবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুর মুখ‍্য ভূমিকায় অভিনয় করেছে। ফিল্মটি নেটফ্লিক্সে রিলিজ হবে।

Saas, Bahu Aur Flamingo

ক্রাইম ড্রামায় ভরপুর Saas, Bahu Aur Flamingo ফিল্মটি হোমি আডজানিয়া পরিচালনা করেছেন। ফিল্মটি ড্রাগ মাফিয়াদের গল্পে আধারিত। মুভিটি 5 মে ডিজনি প্লাস হটস্টারে রিলিজ হবে।

Fireflies: Parth Aur Jugnu

Fireflies: Parth Aur Jugnu, এটি একটি ফ‍্যান্টাসি ড্রামা সিরিজ। সিরিজটি দুটি বন্ধুর গল্পে আধারিত। এই সিরিজটি জি5 ওটিটিতে দেখা যাবে। এই সিরিজের কাহিনী একটি মায়াবী গাছকে বাঁচানোর উপর আধারিত।

Meter

Meter একটি অ্যাকশনে ভরপুর কমেডি ড্রামা মুভি। মুভিটি রমেশ কাদুরি পরিচালনা করেছেন। একটি ছেলে কিভাবে তার বাবার স্বপ্ন পূরন করার জন্য পুলিশে বড়ো অফিসার হয়ে ওঠে সেটি ঘিরেই এই মুভির কাহিনী। ফিল্মটি নেটফ্লিক্সে দেখা যাবে।

Corona Papers

Corona Papers মুভিটি মালায়লাম ভাষার ফিল্ম। এই থ্রিলার মুভিটির পরিচালক প্রিয়দর্শর্ন। এই ফিল্মের প্লটটি 2017 সালের তামিল ভাষার ক্রাইম থ্রিলার ফিল্ম 8 থোট্টকালের সঙ্গে 1949 সালের জাপানের আকিরা কুরোসাবার ফিল্ম স্ট্রে ডগ থেকে প্রেরিত হয়ে তৈরি করা হয়েছে।

এই সপ্তাহে রিলিজ হ‌ওয়া অন‍্যান‍্য ফিল্ম এবং টিভি শোয়ের তালিকা

  1. Queen Charlotte: A Bridgerton Story – Netflix
  2. Ed Sheeran: The Sum of It All – Disney Plus Hotstar
  3. A Man Called Otto – Netflix
  4. Charles: In His Own Words – Disney Plus Hotstar
  5. Young Jedi Adventures – Disney Plus Hotstar
  6. Tommy Little: Pretty Fly For A Dickhead – Amazon Prime Video
  7. Shabash Feluda – ZEE5
  8. Silo – Apple TV+
  9. Sanctuary – Netflix
  10. Larva Family – Netflix

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন