আনলিমিটেড ডেটাযুক্ত দুটি নতুন সস্তা প্ল‍্যান পেশ করলো Airtel, জেনে নিন বিস্তারিত

Highlights

  • এয়ারটেল তাদের ব্রডব্যান্ড ইউজারদের জন্য দুটি সস্তা প্ল‍্যান পেশ করেছে।
  • কোম্পানি এয়ারটেল ব্রডব্যান্ড সার্ভিস Airtel Xstream Fiber ইউজারদের জন্য প্ল‍্যান দুটি পেশ করেছে।
  • প্ল‍্যান দুটিকে কোম্পানি Broadband Standby Plans নাম দিয়েছে।

এয়ারটেল তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যান দুটির দাম যথাক্রমে 199 টাকা এবং 399 টাকা। এই প্ল‍্যান গুলি Broadband Standby Plan নামে Airtel Xstream Fiber ইউজারদের জন্য কোম্পানি নিয়ে এসেছে। এই প্ল‍্যান গুলির বেনিফিট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: আগামী 11 মে ভারতে আসতে চলেছে Google Pixel 7A স্মার্টফোন, ফ্লিপকার্টে বিক্রি হবে এই ফোনটি‌

Airtel 199 Broadband Standby Plan-এর বেনিফিট

  • 199 টাকার প্ল‍্যানে 10Mbps স্পীড সহ আনলিমিটেড ডেটা পাওয়া যায়।
  • এন্ট্রি লেভেলের এই প্ল‍্যানটি গ্রাহকদের 5 মাসের জন্য নিতে হবে। ইউজারদের মোট 1174 টাকা (জিএসটি সহ) দিতে হবে।
  • ওয়ান টাইম ইন্সটলেশন চার্জ হিসেবে 500 টাকা এবং এর সঙ্গে জিএসটি‌ দিতে হবে গ্রাহকদের।
  • কোম্পানির পক্ষ থেকে এই প্ল‍্যানের গ্রাহকদের ফ্রি রাউটার দেওয়া হবে।

Airtel 399 Broadband Standby Plan-এর বেনিফিট

  • 399 টাকার এই এয়ারটেল ব্রডব্যান্ড প্ল‍্যানে‌ও 10Mbps স্পীড সহ আনলিমিটেড ডেটা প্রদান করছে কোম্পানি।
  • এই প্ল‍্যানে এক্সট্রিম বক্স, ফ্রি ওয়াইফাই রাউটার এবং 350 এর বেশি টিভি চ‍্যানেল পাওয়া যাবে।
  • গ্রাহকদের এই প্ল‍্যানটিও সর্বপ্রথম 5 মাসের জন্য কিনতে হবে।
  • ওয়ান টাইম ইন্সটলেশন চার্জ এবং জিএসটিসহ এই প্ল‍্যানে‌ দাম 3 হাজার টাকা খরচ হবে।

পাওয়া যাবে ফ্রি কলিং

এয়ারটেল কোম্পানির ব্রডব্যান্ড স্ট‍্যান্ডবাই প্ল‍্যানে‌র এক্সট্রিম ফাইবার ইউজাররা ডেটাসহ আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা‌ও পাবে। এছাড়া‌ও ইউজাররা যেকোনো সময়ে তাদের প্ল‍্যানে‌র স্পীড আপগ্রেড করতে পারবে,অর্থাৎ এই প্ল্যান দুটিতেই যেকোনো সময়ে আপগ্রেড করা যাবে। আরও পড়ুন: মাত্র 9 মিনিটের চার্জেই 12 ঘন্টা চলবে এই Motorola ফোনটি, পাবেন 60MP সেলফি ক্যামেরা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here