উৎসবের মরশুম শুরু হতে চলেছে। কাল থেকে অক্টোবর মাস শুরু হচ্ছে এবং দুর্গা পূজা এবং কালি পূজার মতো বাঙালির সবচেয়ে বড়ো উৎসবগুলি অনুষ্ঠিত হবে। মোবাইল ব্র্যান্ডগুলিও নিজেদের মতো করে তৈরি হয়ে গেছে এবং এই মাসে বিভিন্ন রেঞ্জের স্মার্টফোন লঞ্চ হবে। এই মাসে Lava, Motorola এবং Samsung এর মতো নতুন স্মার্টফোন এবং একইসঙ্গে Tecno এবং Infinix মতো কোম্পানিগুলি কম দামে ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অক্টোবর মাসে লঞ্চ হতে চলা ফোনগুলির লিস্ট সম্পর্কে।
অক্টোবর (2024) মাসে লঞ্চ হবে এই স্মার্টফোন
Lava Agni 3
দাম: 19,999 টাকা (সম্ভাব্য)
আগামী 4 অক্টোবর মাসে লঞ্চ হতে চলেছে Lava Agni 3 স্মার্টফোন। এই ফোনটি 20 হাজার টাকা রেঞ্জে সেল করা হবে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর, 8জিবি RAM এবং 256জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.78 ইঞ্চির 1.5কে কার্ভ ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য 67ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
Moto G35
দাম: 12,999 টাকা (সম্ভাব্য)
মোটোরোলা তাদের নতুন লো বাজেট Moto G35 স্মার্টফোনটি 15 হাজার টাকার কমে ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি এর আগে গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। Moto G35 স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ 120Hz ডিসপ্লে দেওয়া হবে। গ্লোবাল বাজারে এই ফোনটিতে 4GB RAM এবং Unisoc T760 প্রসেসর দেওয়া হয়েছিল। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP Dual Rear এবং 16MP Selfie ক্যামেরা রয়েছে। একইসঙ্গে 18W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Samsung Galaxy A16
দাম: 16,999 টাকা (সম্ভাব্য)
অক্টোবর মাসে Samsung Galaxy A16 স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট, 4জিবি, 6জিবি ও 8জিবি RAM সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 15 হাজার টাকা দামে পেশ করা হতে পারে। Galaxy A16 5G ফোনটি 90হার্টস রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। একইভাবে 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 5,000এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
Moto G55
দাম: 17,999 টাকা (সম্ভাব্য)
Moto G55 5জি ফোনটি গ্লোবাল বাজারে G35 স্মার্টফোনটির সঙ্গে লঞ্চ করা হয়েছিল, এবার এটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এই ফোনটি ভারতে 20 হাজার টাকার কম দামে লঞ্চ করা হতে পারে।
এই ফোনটিতে MediaTek Dimensity 7025 প্রসেসর থাকতে পারে। ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ব্যাক এবং 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে 6.5 ইঞ্চির ফুলএইচডি + 120হার্টস স্ক্রিন এবং 33ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Moto G75
দাম: 21,999 টাকা (সম্ভাব্য)
মোটোরোলা অক্টোবর মাসে তাদের নতুন Moto G75 স্মার্টফোনটি 20 হাজার টাকা থেকে 25 হাজার টাকা দামের মধ্যে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরুতে পেশ করা হতে পারে। এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসর, 8জিবি RAM এবং মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং সলিড বডি সহ পেশ করা হতে পারে। একইসঙ্গে এতে IP68 দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
Infinix Zero Flip
দাম: 42,999 টাকা (সম্ভাব্য)
Infinix এর পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি কিন্তু Infinix Zero Flip স্মার্টফোনটি ভারতের সবচেয়ে সস্তা ফ্লিপ স্মার্টফোন হতে পারে। এই খবর সঠিক হলে, এই ফোনের দাম 45 হাজার টাকা রাখা হতে পারে। এই ফোনটিতে বিশেষ কিছু স্পেসিফিকেশন সহ AMOLED প্যানেল দিয়ে তৈরি 6.9 ইঞ্চির মেইন স্ক্রিন এবং 3.64 ইঞ্চির কভার স্ক্রিন সাপোর্ট করে। এই ফোনটিতে 8জিবি RAM এবং MediaTek Dimensity 8020 প্রসেসর থাকতে পারে। একইভাবে ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 50MP+50MP ব্যাক ক্যামেরা দেওয়া হতে পারে। Infinix Flip ফোনটিতে ওয়্যারলেস চার্জিং থাকতে পারে।
Tecno Phantom V Flip 2
দাম: 48,999 টাকা (সম্ভাব্য)
অক্টোবর মাসে ভারতে Tecno Phantom V Flip 2 স্মার্টফোনটি 50 হাজার টাকা দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 6.9 ইঞ্চির প্রাইমারি এবং 3.64 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে সহ MediaTek Dimensity 8020 চিপসেট দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল ব্যাক এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 70ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,720এমএএইচ ব্যাটারি যোগ করা হতে পারে।
Tecno Phantom V Fold 2
দাম: 62,999 টাকা (সম্ভাব্য)
অক্টোবর মাসে তৃতীয় Tecno Phantom V Fold 2 ফোল্ডেবল স্মার্টফোন এবং এর দাম 60 হাজার টাকা থেকে 70 হাজার টাকার মধ্যে রাখা হতে পারে। গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া এই ফোনটিতে 12GB RAM এবং MediaTek Dimensity 9000+ চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 7.85 ইঞ্চির মেইন ডিসপ্লে এবং 6.45 ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে 3টি 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে 2টি 32 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 70W ওয়্যার এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,750mAh ব্যাটারি রয়েছে।