WhatsApp New Update: এখন থেকে চ্যাটে ম্যাসেজ সার্চ করা আরও সহজ! আসতে চলেছে নতুন ফিচার

WhatsApp তাদের ইউজারদের চ্যাটিং এক্সপেরিয়েন্স সহজ আর আকর্ষণীয় করে তোলার জন্য প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। এই উদ্দেশ্যেই কোম্পানি এবার একটি নতুন ফিচারে কাজ করছে। WhatsApp এর এই নতুন ফিচার চলে এলে যে কোনো ম্যাসেজ সেটির ডেট লিখে সার্চ করা যাবে। চ্যাটে পুরনো ম্যাসেজ সার্চ কারা সময় যাদের সমস্যা হত তাদের এই নতুন ফিচার যথেষ্ট উপযোগী হতে চলেছে। আরও পড়ুন: 50MP Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung এর নতুন স্মার্টফোন, ভারতে লঞ্চ হবে Galaxy M44 5G নামে

চলছে টেস্টিং

বর্তমানে WhatsApp ওয়েবের বিটা ভার্সনে এই ফিচারের টেস্টিং চলছে। একটি এক্স পোস্টের মাধ্যমে wabetainfo এই তথ্য জানিয়েছে। এই নতুন ফিচার WhatsApp বিটা ভার্সন 2.2348.50-তে দেখা গেছে।

এছাড়া wabetainfo সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter) এ এই নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ওয়েব ভার্সনে ডেট সিলেক্ট করে ম্যাসেজ সার্চ করার অপশন পাওয়া যাচ্ছে। বিটা টেস্টিং সম্পূর্ণ হলে এই ফিচার পেশ করে দেওয়া হবে। আরও পড়ুন: আসতে চলেছে নতুন ভারতীয় স্মার্টফোন Lava Agni 2S! লিক হল ডিটেইলস

WhatsApp ইমেইল ভেরিফিকেশন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে অন্যতম WhatsApp খুব তাড়াতাড়ি ইমেইল ভেরিফিকেশনের মতো একটি নতুন সিকিউরিটি ফিচার লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফিচার সাধারণ ইউজারদের জন্য প্রযোজ্য না হলেও একটি নতুন রিপোর্ট অনুযায়ী কিছু বিটা ইউজার এই ফিচার পেয়েছেন। এই বছর আগস্ট মাস থেকে WhatsApp ইমেইল ভেরিফিকেশন ফিচার টেস্টিং করা হচ্ছে। এবার গোটা বিশ্বজুড়ে বড় মাত্রায় বিটা টেস্টারদের জন্য এই ফিচার জারি করা হয়েছে।

এছাড়াও WhatsApp সম্প্রতি 32জন ইউজারদের নিয়ে ভিডিও কলের অপশন রোলআউট করেছে। এই ফিচার বর্তমানে শুধুমাত্র iOS ইউজাররা উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই ফিচার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আরও পড়ুন: 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here