সামনে এল নোকিয়ার সস্তা স্মার্টফোন নোকিয়া 1 প্লাস, এর দাম হবে শাওমির থেকেও কম

সমগ্ৰ টেক জগত নোকিয়া 9 পিওর ভিউয়ের অপেক্ষা করছে। এই ফোনটিকে ফোটোগ্ৰাফি সেগমেন্টে বিশেষ জায়গা করে দেওয়ার জন্য এতে পাঁচটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। নোকিয়া এই মাসেই মোবাইল ওয়ার্ল্ড কংগ্ৰেসের মঞ্চে এই ফোনটি পেশ করবে। একদিকে যেমন নোকিয়া 9 পিওর ভিউয়ের সমালোচনায় পুরো টেক জগত মশগুল তেমনই এবার নোকিয়ার অন্য একটি স্মার্টফোনের খবর পাওয়া গেল। নোকিয়ার একটি নতুন স্মার্টফোন এফসিসি ওয়েবসাইটে দেখা গেছে। মনে করা হচ্ছে এই ফোনটি নোকিয়া 1 এর নতুন ভার্সন হবে যা কোম্পানি খুব তাড়াতাড়ি পেশ করবে।

স‍্যামসাং আবার দেবে শাওমিকে টক্কর, আনতে চলেছে অত্যন্ত সস্তা অ্যান্ড্রয়েড গো ফোন

নোকিয়ার এই আগামী স্মার্টফোন এফসিসিতে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং সম্পর্কে তথ্য এম‌এসপি দিয়েছে। নোকিয়ার এই নতুন ফোনের মডেল নাম্বার টিএ-1123 বলা হয়েছে। মনে করা হচ্ছে এই ফোনটি নোকিয়া 1 প্লাস নামে লঞ্চ করা হবে। এফসিসিতে নোকিয়া 1 প্লাসের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন যেমন ডিসপ্লে, ডিজাইন, কানেক্টিভিটি ফিচার ও ব‍্যাটারী সম্পর্কে বলা হয়েছে।

পেশ হ‌ওয়া ফোটো থেকে জানা গেছে নোকিয়া 1 প্লাস কোনোরকম নচ ছাড়াই লঞ্চ করা হবে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন দেওয়া হয়নি। ডিসপ্লের ওপরের দিকের বডি পার্টে ফ্রন্ট ক‍্যামেরা, ইয়ারপিস ও প্রক্সিমিটি সেন্সর দেওয়া হয়েছে। সেন্সরের বাঁ দিকে নোকিয়ার লোগো আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেখা গেছে।

শাওমি গড়ল নতুন রেকর্ড, 1 মাসের মধ্যে বেচল রেডমি নোট 7 এর 1 লক্ষের‌ও বেশি হ‍্যান্ডসেট

ফোনের ব‍্যাক প‍্যানেলেই স্পিকার দেওয়া হয়েছে। এখানেও নোকিয়ার লোগো আছে। ফোনের নিচের দিকে ইউএসবি পোর্ট ও ওপরের দিকে হেডফোন জ‍্যাক আছে। এছাড়া ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। এফসিসির লিস্টিঙে বলা হয়েছে নোকিয়া 1 প্লাসে 2,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

লিক অনুযায়ী নোকিয়া 1 প্লাস 5 ইঞ্চির কিউএইচডি এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যা 213পিপিআই সাপোর্ট করবে। নোকিয়া 1 প্লাস কোয়াডকোর কর্টেক্স-এ52 সিপিইউয়ের সঙ্গে মিডিয়াটেক এমটি6739ডব্লিউডব্লিউ চিপসেটে রান করতে পারে। আশা করা হচ্ছে এইচ‌এমডি গ্লোবাল নোকিয়া 1 এর এই নতুন ভার্সন অ্যান্ড্রয়েড ওয়ানের সঙ্গে পেশ করবে। ফোনের সঠিক স্পেসিফিকেশনের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here