নোকিয়া এর অনুভূতি এর সাথে নিয়ে আসছে 4G ফিচার ফোন Nokia 2720 V Flip, লুকে ফিদা হয়ে যাবেন

একসময় ছিল যখধ ভারত‌ই না বরং পুরো দুনিয়ার মোবাইল বাজারে Nokia এর রাজ ছিল। সেই সময় কোম্পানি একের ফর এক মোবাইল ফোন লঞ্চ করেছিল যা আজও মনে করা হয়। সেই সময় এর স্মৃতি নোকিয়া আজ আবারও তাজা করে দিয়েছে। নোকিয়া কোম্পানি আজকে টেক মার্কেটে নিজের পুরোনো ফোনকে নতুন আন্দাজে পেশ করল। এই মোবাইল‌টি Nokia 2720 V Flip নামের সাথে ইউএস মার্কেটে নামানো হয়েছে যা বলতে গেলে একটি ফিচার ফোন কিন্তু 4G কানেক্টিভিটি সাপোর্ট করে।

Nokia 2720 V Flip

এখানে সরাসরি নোকিয়া এর এই সুন্দর 4G ফিচার ফোন এর কথা বললে এটি একটি ফ্লিপ ফোন যার মধ্যে দুটি স্ক্রিন দেওয়া আছে। একটি ডিসপ্লে ফোনকে বন্ধ করলে সামনে থাকে এবং অন‍্যটি ফোন খুললে উপরে আসে। বন্ধ হ‌ওয়ার পর সামনে আসা স্ক্রিনে টাইম, ডেট আর নোটিফিকেশন দেখা যায় এবং যেকোনো কল আসলে স্ক্রিনে তার কন্ট‍্যাক্ট‌ও দেখা যায়। শুধুমাত্র ফোনকে ফ্লিপ করে দিয়েও ইনকামিং কল রিসিভ করা যাবে।

Nokia 2720 V Flip এ 2.8 ইঞ্চির মেন ডিসপ্লে দেওয়া আছে। এই স্ক্রিনের নিচে T9 Keyboard দেওয়া হয়েছে যা লার্জ বাটন যুক্ত। এই কিপ‍্যাডে মেনু বাটন, কল বাটন আর ডায়রেকশনাল প‍্যাড আছে। আবার ফোনের বাইরের ডিসপ্লের সাইজ 1.3ইঞ্চি। এই ফোনে 512এমবি এর র‍্যাম মেমরি দেওয়া হয়েছে যার সাথে 4জীবী এর ইন্টারনাল স্টোরেজ আছে। ফোন মেমরিকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো‌ও যাবে। আবার নোকিয়া এর ফিচার।ফোনে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর‌ও সাপোর্ট করে।

4G এর শক্তি

নোকিয়া এর এই নতুন মোবাইল ফোন Kai OS এ পেশ হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 205 চিপসেটে কাজ করে। এই ফোনটি VoLTE আর VoWiFi এর সাথেই ওয়াইফাই, ব্লুটুথ আর জীপীএস সাপোর্ট করতে সক্ষম। নেট‌ওয়ার্ক কানেক্টিভিটি থাকায় এই ফোনে গুগল অ্যাসিস্টেন্ট এর সাথে ম‍্যাপ্স, মেল আর ইউটিউব এর মতো Google এর সার্ভিস‌ও দেওয়া হয়েছে এবং অ্যাপ স্টোরের সাহায্যে এই ফোনে সোশ্যাল মিডিয়া অ্যাপ এবং ম‍্যাসেজিং অ্যাপ‌ও ডাউনলোড করা যাবে যার মধ্যে Whatsapp, Facebook ইত্যাদি আছে। এই 4জী ফিচার ফোনের সাহায্যে এইচডি কলিং‌ও করা যাবে।

Nokia 2720 V Flip এ 1,500এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে যা বাইরেও বের করা যাবে। আমেরিকাতে এই ফোনটি 79.99 ইউএস ডলারে লঞ্চ হয়েছে এবং এই দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 5,800 টাকা প্রায়। বলে দেওয়া যাক যে এই দামে ফোনের সাথে সেলুলার প্ল‍্যান‌ও পাওয়া যাচ্ছে। নোকিয়া এই ফোনটিকে ভারতে কবে আনবে তা এখানো সঠিক না কিন্তু ইন্ডিয়াতে এই ফোনের দাম কম থাকবে। আমেরিকাতে এই ফোনটি Grey আর Red কালারে লঞ্চ হয়েছে যা ইন্ডিয়াতে আসলে JioPhone এর সাথে সরাসরি প্রতিযোগিতা দেবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here