HMD Global এর মালিক কোম্পানি Nokia তাদের নতুন স্মার্টফোন Nokia 3.2 লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি কিছু দিন আগে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত স্পেসিফিকেশনের সঙ্গে লিস্টেড করা হয়েছিল। ফোনটির দাম রাখা হয়েছে 8,990 টাকা।
তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?
দাম ও সেল
কোম্পানি Nokia 3.2 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চে করেছে। ফোনটির 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 8,990 টাকা। এর সঙ্গে Nokia 3.2 এর 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,790 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি আগামী 23 মে থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটসহ সমস্ত অফলাইন রিটেইল স্টোরে বিক্রি করা হবে। ফোনটি ব্ল্যাক ও স্টীল কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
অফার
লঞ্চ অফারের দরুন ভোডাফোন ও আইডিয়া গ্ৰাহকদের ফোনটি কেনার সময় 2,500 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। এই ক্যাশব্যাক 50 টাকা দামের 50টি ভাউচার হিসেবে দেওয়া হবে। এই ভাউচার রেডিম করার জন্য ইউজারদের 199 টাকা বা তার ওপরের রিচার্জ করাতে হবে। আবার এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটি ইএমআইতে কেনেন তবে অতিরিক্ত 10 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। এই অফারের ভ্যালিডিটি শুধুমাত্র 23 মে থেকে 15 জুন পর্যন্ত।
32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হলো Infinix S4, জেনে নিন দাম
এছাড়াও ফোনটি কোম্পানির ওয়েবসাইট থেকে কেনার সময় “LAUNCHGIFT” কুপন ব্যবহার করলে আরও 1,000 টাকার গিফ্ট ভাউচার পাওয়া যাবে। এর সঙ্গে একবার স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাওয়া যাবে। এই অফারটি 30 জুন পর্যন্ত বৈধ।
স্পেসিফিকেশন
Nokia 3.2 ফোনটিও Nokia 4.2 এর মতো 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত অ্যান্ড্রয়েড ওয়ান ভার্সনসহ পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 429 চিপসেটে রান করে। ভারতে ফোনটির 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি এবং 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টেই মেমরি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 400 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Samsung Galaxy A9 এর দাম কমানো হলো 8,000 টাকা, পাওয়া যাবে মাত্র 24,990 টাকার বিনিময়ে
ফোটোগ্ৰাফির জন্য Nokia 3.2 এর ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারেরই 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
সিকিউরিটির জন্য এতে ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। এটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন