টেক কোম্পানি Infinix গত মাসে ভারতে ট্রিপল রেয়ার ক্যামেরাওয়ালা সবচেয়ে সস্তা স্মার্টফোন Infinix Smart 3 Plus লঞ্চ করেছিল। আজ কোম্পানি আরও একটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানি Infinix S4 নামে লঞ্চ করেছে, যার দাম মাত্র 8,999 টাকা।
Samsung Galaxy A9 এর দাম কমানো হলো 8,000 টাকা, পাওয়া যাবে মাত্র 24,990 টাকার বিনিময়ে
কোম্পানি এই মাসের শুরুতে এই ফোনটি টিজ করেছিল। Infinix S4 আগামী 28 মে দুপুর 12টা থেকে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে সেল করা হবে। এই ফোনটির সঙ্গে রিলায়েন্স জিওর পক্ষ থেকে 4,500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। কোম্পানির তরফ থেকে ফোনটি নেবুলা ব্লু, টোয়াইলাইট পার্পল ও স্পেস গ্ৰে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
Infinix S4 ফোনটিতে 6.21 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে। এতে 3 জিবি র্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
48 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে 28 মে লঞ্চ হবে Redmi K20 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
ফোটোগ্ৰাফির জন্য Infinix S4 এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ডুয়েল সিম কার্ড স্লট, ওয়াইফাই, ব্লুটুথ ও এ-জিপিএস দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Infinix S4 এ 4,000 এমএএইচের ব্যাটারী আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 9.0 পাইতে কাজ করে।
ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে
এছাড়া কোম্পানি তাদের ওয়্যারেবল ব্যান্ডও পেশ করেছে। এর নাম রাখা হয়েছে X Band 3। এই ফিটনেস ব্যান্ডের সাহায্যে হার্ট রেট, বিপি মনিটরিং, অ্যাক্টিভিটি ট্র্যাকিং করা যায়। এই ব্যান্ডে দেওয়া ব্যাটারী 20 দিনের ব্যাকআপ দিতে সক্ষম। এর দাম রাখা হয়েছে 1,598 টাকা এবং এই ব্যান্ডটি আগামী 4 জুন থেকে ফ্লিপকার্টে বেচা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন