Exclusive : লিক হলো Vivo V17 Pro এর লাইভ ইমেজ

আমাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo এর আগামী স্মার্টফোন V17 Pro সম্পর্কে একাধিক পোস্টের মাধ্যমে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে। সবার আগে আমরাই Vivo V17 Pro এর ডুয়েল পপ আপ সেলফি ক‍্যামেরা ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হ‌ওয়ার কথা জানিয়েছিলাম। আগামী 20 সেপ্টেম্বর লঞ্চ হতে চলা এই স্মার্টফোনের লাইভ ইমেজ এখন আমাদের কাছে চলে এসেছে। 

6,000 টাকা কম দামে পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 10 ও Note 10+, জেনে নিন কিভাবে কিনবেন

লাইভ ইমেজের মাধ্যমে ফোনটির ফ্রন্ট প‍্যানেলের সঙ্গে সঙ্গে ব‍্যাক প‍্যানেলের ডিজাইন‌ও জানা গেছে। মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলা Vivo V17 Pro এর রিয়েল ইমেজ দেখে বলা যেতে পারে এই ফোনে এজ টু এজ স্ক্রিন মিনিমাল বেজলের সঙ্গে দেখা যাবে। 

এই ফোনে পপ আপ ডুয়েল সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। এর সঙ্গে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও থাকবে। ফিঙ্গারপ্রিন্ট আইকন ফোনের ডিসপ্লের নিচের দিকে আছে, তাই মনে করা হচ্ছে এটি অপ্টিক‍্যাল সেন্সর হবে। 

ভারতে লঞ্চ হলো Samsung Galaxy A50s এবং Galaxy A30s, কম দামে পাওয়া যাবে দুর্দান্ত স্পেসিফিকেশন

Vivo V17 Pro এর ব‍্যাক প‍্যানেল গ্লাস লেয়ারের সঙ্গে গ্ৰেডিয়েন্ট স্কাই ব্লু কালারে দেখানো হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ভার্টিক‍্যাল পজিশনের মধ্যে কোয়াড ক‍্যামেরা সেট‌আপ থাকবে। ব‍্যাক প‍্যানেলেই নিচের দিকে “Vivo” এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। স্কাই ব্লু কালার অপশন ছাড়া Vivo V17 Pro এর ডার্ক ব্লু কালার ভেরিয়েন্ট‌ও পেশ করা হতে পারে। 

কিছু দিন আগে Vivo V17 Pro এর প্রমোশনাল ভিডিও একজন টিপস্টার শেয়ার করেছেন। এটি একটি 30 সেকেন্ডের ভিডিও ছিল যেখানে Vivo V17 Pro এর ডিজাইন থেকে শুরু করে এর ক‍্যামেরা স্পেসিফিকেশন ও ফোটোগ্ৰাফ স‍্যাম্পল দেখানো হয়েছিল। ক‍্যামেরা সেগমেন্ট সম্পর্কে এই ভিডিও থেকে জানা গেছে Vivo V17 Pro তে 32 মেগাপিক্সেলের ডুয়েল পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হবে। সবচেয়ে বড়ো কথা এই ক‍্যামেরা সেট‌আপ “সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেলফি” ফিচারযুক্ত হবে। এর সঙ্গে এই স্মার্টফোন কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে পেশ করা হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি এআই সেন্সর থাকবে যা সুপার নাইট মোডযুক্ত হবে। 

লঞ্চ হলো Apple iPhone 11 সিরিজ, দাম 64,900 টাকা থেকে শুরু,।জেনে নিন ফোনগুলির সব ডিটেইলস

এখনও পর্যন্ত Vivo V17 Pro এর স্পেসিফিকেশন জানা যায়নি। তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। 

Vivo V17 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হতে পারে যা ভারতে 6 জিবি ও 8 জিবির দুটি র‍্যাম ভেরিয়েন্টে সেল করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 128 জিবি ও 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। Vivo ভি সিরিজের আগামী স্মার্টফোন V17 Pro ভারতে কবে লঞ্চ করা হবে তা এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী 20 সেপ্টেম্বরের পর যে কোনো দিন Vivo V17 Pro ভারতে লঞ্চ করে দেওয়া হবে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here