নোকিয়া স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট, জেনে নিন কিভাবে পাবেন

HMD Global এর মালিক কোম্পানি নোকিয়া মঙ্গলবার ভারতে তাদের নতুন স্মার্টফোন Nokia 3.2 লঞ্চ করেছে। এবার কোম্পানি নিয়ে এলো ‘Nokia Phones Fan Festival” যেখানে কোম্পানির কিছু ফোনে বড়ো অঙ্কের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আপনিও যদি নোকিয়া স্মার্টফোন কিনতে ইচ্ছুক হয়ে থাকেন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।

4,029 এম‌এএইচের ব‍্যাটারী ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Oppo A9x

এই ফেস্টিভ্যাল সেলে কোম্পানি Nokia 8.1, Nokia 8 Sirocco, Nokia 7.1 ও Nokia 6.1 Plus এর মতো ফোনের ওপর পাওয়া যাচ্ছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কিন্তু এই ডিসকাউন্ট শুধুমাত্র 24 মে পর্যন্ত পাওয়া যাবে। কোম্পানি Nokia 5.1 Plus ও Nokia 6.1 Plus এর দাম‌ও কম করেছে।
p
কিভাবে পাবেন ছাড়?
এই অফারে 4 জিবি র‍্যাম‌ওয়ালা Nokia 8.1 ফোনটিতে 6,000 টাকার ডিসকাউন্ট পাবেন, এর জন‍্য কোম্পানির ওয়েবসাইট থেকে ফোন কেনার সময় “FAN6000” প্রোমোকোড ব‍্যবহার করতে হবে। ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 4,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এর জন্য “FAN4000” প্রোমোকোড দিতে হবে। ডিসকাউন্টসহ Nokia 8.1 এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 26,999 টাকার বিনিময়ে ও 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 29,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Airtel রিচার্জ প্ল‍্যানে পাওয়া যাবে এক্সট্রা ডেলি ডেটা

এছাড়া কোম্পানি Nokia 8 Sirocco, Nokia 7.1 ও Nokia 6.1 Plus এর দামে 1,000 টাকার ডিসকাউন্ট অফার দিচ্ছে। এই ডিসকাউন্ট পেতে নোকিয়া ই-স্টোরে “FANFESTIVEL” প্রোমোকোড দিতে হবে।

কোম্পানি কিছু দিন আগে ভারতে Nokia 4.2 ও Nokia 3.2 স্মার্টফোন লঞ্চ করেছে। Nokia 4.2 তে 5.7 ইঞ্চির এইচডি ডিসপ্লে প‍্যানেল দেওয়া হয়েছে এবং এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। আবার Nokia 3.2 তে ইউনিবডি ডিজাইনের সঙ্গে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির ডিসপ্লে আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here