Nokia প্রস্তুত তাদের আগামী লো বাজেট স্মার্টফোন নিয়ে, লঞ্চ হবে অত‍্যন্ত সস্তা Nokia G10

বেশ কিছু দিন ধরে খবর পাওয়া যাচ্ছে নোকিয়ার স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল কোম্পানির ‘জি’ সিরিজ ও ‘এইচ’ সিরিজে Nokia G10 এবং Nokia H10 নামের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। বিগত সময় ধরে এই ফোনদুটি সম্পর্কে ক্রমাগত বিভিন্ন খবর ও লিক এসেই চলেছে। লিক অনুযায়ী স্পীড ও মাল্টি টাস্কিঙের জন্য এই নোকিয়া স্মার্টফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেট দেওয়া হতে পারে। মনে করিয়ে দিই কিছু দিন আগে Nokia G10 ফোনটি TA-1334 মডেল নাম্বারের সঙ্গে মনীকর SIRIM এর অনুমোদন পেয়েছিল এবং কোম্পানি এই আগামী ফোনটি তাদের প্রথম গেমিং স্মার্টফোন হিসেবে লঞ্চ করবে বলে জানা গেছে। এবার এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্টেড হয়েছে।

আরও পড়ুন: আপনার কি প্রচুর ডেটা প্রয়োজন হয়? জেনে নিন Jio এর বেস্ট প্ল‍্যানের তিনটি বিশেষত্ব

গীকবেঞ্চে দেখা গেছে Nokia G10 

এই ফোনটিকে নোকিয়ার একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন বলে মনে করা হচ্ছে। গীকবেঞ্চে Nokia G10 ফোনটি দেখা গেছে এবং বলা হয়েছে আগামী দিনে ফোনটির ফুল স্পেসিফিকেশন লিস্টেড করে দেওয়া হবে। গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Nokia G10 ফোনটি MediaTek Helio P22 SoC তে রান করবে এবং এতে 3 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম যোগ করা হবে।

Nokia G10 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

NokiaPowerUser তাদের রিপোর্টের মাধ্যমে জানিয়েছে কোম্পানির ‘জি’ সিরিজের Nokia G10 ফোনটিতে একটি অক্টাকোর চিপসেট দেওয়া হবে। এছাড়া এতে 6.4 ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এখনও পর্যন্ত ফোনটির রিফ্রেশরেট ও স্ক্রিন রেজলিউশন সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: 8 এপ্রিল অনুষ্ঠিত হবে নোকিয়ার বড় ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia X10 এবং Nokia X20

রিপোর্ট থেকে জানা গেছে ফোনের ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া ফোধটির অন্য তিনটি সেন্সর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করা হচ্ছে এতে একটি করে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ডেপ্থ সেন্সর ও ম‍্যাক্রো লেন্স দেওয়া হবে।

অন‍্যান‍্য সার্টিফিকেশন সাইটের লিস্টিং

এখনও পর্যন্ত Nokia G10 এর লঞ্চ সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি। আমরা আশা করছি ফোনের লঞ্চ ডেট যত এগিয়ে আসবে ফোনটির ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে ততই নতুন নতুন লিক ও রিপোর্ট পাওয়া যাবে। গীকবেঞ্চ ছাড়াও এখনও পর্যন্ত Nokia G10 ফোনটি SIRIM, EEC, TUV Rheinland সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here