8 এপ্রিল অনুষ্ঠিত হবে নোকিয়ার বড় ইভেন্ট, লঞ্চ হতে পারে Nokia X10 এবং Nokia X20

নোকিয়া কোম্পানির স্মার্টফোন প্রস্ততকারী কোম্পানি HMD Global ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 8 এপ্রিল 2021 একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। আশা করা হচ্ছে ওই দিন লঞ্চ ইভেন্টের মঞ্চে নতুন নোকিয়া স্মার্টফোন পেশ করা হবে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি 8 এপ্রিল কি কি ফোন লঞ্চ করা হবে। অন‍্যদিকে কানাঘুষো চলছে কোম্পানি শীঘ্রই তাদের ‘এক্স’ সিরিজের Nokia X10 এবং Nokia X20 লঞ্চ করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত ফোনদুটি সম্পর্কে কি জানা গেছে।

আরও পড়ুন: Apple iPhone SE 2020 এর পাঁচটি এমন বিষয় যা ইউজাররা iPhone SE 3 তে দেখতে চান না

থাকবে 5G কানেক্টিভিটি

খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের Nokia X10 ফোনটির সঙ্গে সঙ্গে Nokia X20 স্মার্টফোনটিও লঞ্চ করতে পারে। এর মধ্যে নোকিয়া এক্স10 ফোনটিকে ‘স্কারলেট উইচ’ কোডনেমে ডাকা হচ্ছে। শোনা যাচ্ছে উভয় স্মার্টফোন কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 5জি চিপসেটসহ পেশ করা হবে। ফোনদুটি নোকিয়ার অ্যাফোর্ডেবল 5জি রেডি স্মার্টফোন হতে পারে।

Nokia X10 এবং Nokia X20 এর স্পেসিফিকেশন

NokiaPowerUser এর একটি রিপোর্ট অনুযায়ী Nokia X20 ফোনটি ব্লু ও স‍্যান্ড কালার ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 128 মেমরিসহ পেশ করা হবে। অন‍্যদিকে Nokia X10 অপেক্ষাকৃত সস্তা স্মার্টফোন হবে এবং এতে 6 জিবি র‍্যামের সঙ্গে মাত্র 32 জিবি স্টোরেজ যোগ করা হতে পারে। এই ফোনটি হোয়াইট ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে ফোনদুটি Qualcomm Snapdragon 480 5G SoC এর সঙ্গে কোম্পানির সস্তা 5জি ক‍্যাটাগরিতে লঞ্চ করা হবে। আমাদের ধারণা ফোনদুটি খুব তাড়াতাড়ি ভারতেও চলে আসবে।

আরও পড়ুন: BSNL ইউজাররা এই ধরনের SMS থেকে সাবধান, সর্বস্বান্ত হতে পারে ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট

Nokia X10 এবং Nokia X20 এর দাম

শোনা যাচ্ছে Nokia X10 ফোনটির 6 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হবে EUR 300 (প্রায় 26,100 টাকা)। এছাড়া Nokia X20 ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট EUR 349 (প্রায় 30,300 টাকা) দামে সেল করা হতে পারে। আমরা আশা করছি ভারতে ফোনদুটি আরও কম দামে পেশ করা হবে।

Nokia G10 এর লিক স্পেসিফিকেশন

NokiaPowerUser তাদের রিপোর্টের মাধ্যমে জানিয়েছে কোম্পানির ‘জি’ সিরিজের Nokia G10 ফোনটিতে একটি অক্টাকোর চিপসেট দেওয়া হবে। এছাড়া এতে 6.4 ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে এখনও পর্যন্ত ফোনটির রিফ্রেশরেট ও স্ক্রিন রেজলিউশন সম্পর্কে কিছু জানা যায়নি। রিপোর্ট থেকে জানা গেছে ফোনের ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এছাড়া ফোধটির অন্য তিনটি সেন্সর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। আশা করা হচ্ছে এতে একটি করে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ডেপ্থ সেন্সর ও ম‍্যাক্রো লেন্স দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here