Highlights
- কোম্পানি টিজ করল Nokia G42 5G এর দাম।
- এতে 11GB RAM এর ক্ষমতা পাওয়া যাবে।
- এই ফোনে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে।
বর্তমানে নোকিয়া ভারতীয় ইউজারদের জন্য 5G স্মার্টফোন পেশ করে তাদের আকর্ষণ করতে চাইছে। এই উদ্দেশ্যেই কোম্পানি নতুন Nokia G42 5G স্মার্টফোন পেশ করেছে। কোম্পানি আগে জানিয়েছিল 11 সেপ্টেম্বর এই ফোনের দাম ঘোষণা করা হবে। এবার কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই ফোনের দাম টিজ করা হয়েছে। এই পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।
Nokia G42 5G এর প্রাইস রেঞ্জ টিজ
- কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে Nokia G42 5G ফোনের দাম সম্পর্কে একটি পোল শুরু হয়েছে।
- নিচে দেখতে পারেন কোম্পানি গ্রাহকদের জিজ্ঞাসা করেছে এই ফোনের দাম 16xxx নাকি 18xxx টাকা।
- এর থেকে ধারণা করা হচ্ছে ফোনটির বেস মডেল 16,000 টাকা রেঞ্জে এবং টপ মডেল 18,000 টাকা রেঞ্জে পেশ করা হতে পারে।
- প্রায় 81 শতাংশ ইউজারদের মতে ফোনটির দাম 16xxx টাকা হতে পারে।
- এই ফোনের বেস মডেলে 4GB এবং টপ মডেলে 6GB RAM রয়েছে।
- এছাড়া 5GB virtual RAM এর মাধ্যমে এই ফোনের RAM 11GB পর্যন্ত বাড়ানো যায়।
The Nokia G42 5G has a Snapdragon 480+ 5G chipset, 50MP triple rear AI camera, and 11GB RAM. Guess what’s the price.#MoveFast #StayTuned #NokiaG42_5G #Nokiaphones #Nokiasmartphones
— Nokia Mobile India (@NokiamobileIN) September 7, 2023
Nokia G42 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: আমাজনের মাইক্রো সাইট অনুযায়ী Nokia G42 5G ফোনটিতে 6.56-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটি HD+ রেজলিউশন ও 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
- প্রসেসর: সুন্দর পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেট দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে।
- স্টোরেজ: এই ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে RAM বাড়ানোর জন্য রয়েছে 5GB virtual RAM ফিচার। অর্থাৎ এই ফোনে মোট 11GB RAM উপভোগ করা যাবে।
- ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: এতে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: Nokia G42 5G ফোনটি অফিসিয়ালি দুই বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে।
- অন্যান্য: Nokia G42 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, OZO প্লেব্যাক লাউডস্পিকার, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই এবং ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন