2,000 টাকার বাজেটে কতটা লাভজনক Nokia Go Earbuds+? জেনে নিন রিভিউ

আজকাল মানুষ স্মার্টফোন হাতে রাখার থেকে পকেটে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কলে কথা বলা থেকে শুরু করে নিজের পছন্দের গান শোনা, সব কিছুর ক্ষেত্রেই মানুষ এখন হেডফোন অথবা ইয়ারবাডসের ব‍্যবহার করে। এখন মার্কেটে বহু ব্র্যান্ড আছে, যারা Wireless Earbuds তৈরি করে, কিন্তু এর‌ই মাঝে টেক জগতের দিগ্গজ কোম্পানি নোকিয়া নিয়ে এলো নতুন একটি প্রোডাক্ট Nokia Go Earbuds+। এই নতুন ইয়ারবাডসটিকে কোম্পানি দুই হাজার টাকার বাজেটে মার্কেটে পেশ করেছে, এটি 1,999 টাকা দামে সেলের জন্য উপলদ্ধ। আপনি যদি নতুন কোনো ইয়ারবাডস কেনার পরিকল্পনায় আছেন, এই আর্টিকেলে Nokia Go Earbuds+-এর রিভিউ শেয়ার করা হয়েছে। নোকিয়া ইয়ারবাডসটি ব‍্যবহার করে অনুভূতিটিকে রিভিউয়ের সাথে এই আর্টিকেলে তুলে ধরা হয়েছে

সাউন্ড কোয়ালিটি

ইয়ারবাডসের সবথেকে বেশি ব্যবহার হয় মিউজিক শোনা, ভিডিও দেখা অথবা মুভি দেখার জন্য। এমতাবস্থায় বিল্ড কোয়ালিটি অথবা ব্যাটারি লাইফ যতই ভালো হোক না কেনো সাউন্ড কোয়ালিটি ভালো না হলে সেই ডিভাইসটি বেকার বলেই গন‍্য হবে। আশা করা যায়, যে Nokia Go Earbuds এর ক্ষেত্রে এমনটি হবে না। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে এই ইয়ারবাডসটি একটি অতুলনীয় প্রোডাক্ট। পাওয়ারফুল বেস সহ ব্যালেন্সড আউটপুট পাওয়া যায় এই ডিভাইসে।

ভলিউম ফুল করলেও আওয়াজ নষ্ট হয় না এবং সারাউন্ডিং ইফেক্টের জন্য ফিল্ম দেখা এবং গান শোনার সময় মজা দ্বিগুণ করে তোলে। কিছু প্রোডাক্টে সাউন্ড ফুল করলে আওয়াজ বাইরে থেকেও শোনা যায়, কিন্তু Nokia Go Earbuds+ এর ক্ষেত্রে এমনটা হয় না। সব মিলিয়ে মিউজিক শোনার জন্য এই Nokia Go Earbuds+ বেস্ট অপশন।

Nokia Go Earbuds+ এর লুক এবং ডিজাইন

Nokia Go Earbuds+ ডিভাইসটিকে কার্ভ ডিজাইনে তৈরি করা হয়েছে, এটি অ্যাটার্কটিভ ডিজাইনের পাশাপাশি এই ইউনিক শেপের জন্য এই কানে ফিট হয়ে যায়। এই ইয়ারবাডসের ওজনটিকে এমন ভাবে ব্যালেন্স করা হয়েছে, যে হালকা ঝাটকা অথবা দৌড়ানোর সময় এটি খুলে যাবে না। নোকিয়া নিজের এই প্রোডাক্টটিকে IPX4 সার্টিফাইড বানিয়েছে, ফলে এটি ঘাম এবং জলের ছিটা থেকে এটিকে সুরক্ষিত রাখে। Nokia Go Earbuds+ ইয়ারবাডসে টাচ সেন্সর দেওয়া হয়েছে, যেটি ব্যবহারের সময় বাইরের দিকে থাকে।

এই টাচ প্যানেলটি মিউজিক কন্ট্রোল এবং কল রিসিভ করার জন্য ব‍্যবহৃত হয়। ব‍্যবহার করার সময় এই ইয়ারবাডসের টাচ রেসপন্স আমরা স্লো অনুভব করেছি, যেখানে বাটন টাচ করলে গান প্লে অথবা পজ করার মাঝে ডিলে লক্ষ করা গেছে। আপনি যদি এই সব লোকেদের মধ্যে এক জন হয়ে থাকেন, যাদের বার বার নিজের মুখে অথবা মাথায় হাত দেওয়ার অভ্যাস আছে এবং বার বার কানে হাত দিয়ে ইয়ারবাডস সেট করেন, সেক্ষেত্রেও টাচ প্যানেলটি সমস্যা করতে পারে। টাচ প্রেস হওয়ার পর সাউন্ড খুব জোড়ে শোনাচ্ছিল, যেটি সফ্ট গান শোনার ক্ষেত্রে বিভ্রান্ত সৃষ্ঠি করে।

Nokia Go Earbuds+ এর কানেক্টিভিটি

কানেক্টিভিটির ক্ষেত্রে Nokia Go Earbuds+ ইয়ারবাডসে কোনো সমস্যা দেখা যায়নি। স্মার্টফোন কিম্বা ল্যাপটপে ব্লুটুথ অন করার সঙ্গে সঙ্গে এটি সহজেই কানেক্ট হয়ে যায়। পেয়ারিং হ‌ওয়া‌র জন্য কয়েক সেকেন্ড সময় লাগে এবং একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে সুইচ করতেও Nokia Go Earbuds+ ইয়ারবাডসে কোনো সমস্যা হয় না। এই ইয়ারবাডসটি Bluetooth 5.0 যুক্ত এবং কানেক্টিভির ক্ষেত্রে এই ডিভাইস‌টি খুবই ফাস্ট।

Nokia Go Earbuds+ এর ব্যাটারি ব্যাকআপ

নোকিয়া নিজের এই ডিভাইসের চার্জিং কেসে 300mAh ব্যাটারি ব্যাকআপ প্রদান করেছে, আবার ইয়ারবাড গুলি 40mAh-এর পাওয়ার সাপোর্ট করে। Nokia Go Earbuds+ ডিভাইসটিকে USB টাইপ-সি এর সাহায্যে চার্জ করা যাবে। প্রায় 1 ঘণ্টা চার্জ করে আমরা 6 ঘণ্টার‌ও বেশি ব্যবহার করেছি, কিন্তু তারপরেও লো-ব্যাটারির সমস্যা দেখা যায়নি।

বক্সে কি কি পাওয়া যাবে?

Nokia Go Earbuds+ এর বক্সে একটি ইয়ারবাডস ডিভাইস পেয়ার চার্জিং কেসের মধ্যে পাওয়া যাবে। এর সাথে বক্সে একটি টাইপ-সি USB কেবল পাওয়া যাবে। সব বয়সের মানুষের জন্য Nokia Go Earbuds+ কোম্পানি দুটি ব্ল্যাক ইয়ারবাডস সেট প্রদান করছে, যেখানে একটি ছোট ও অন‍্যটি বড়ো সাইজের ইয়ারবাডস দেওয়া হয়েছে।

Nokia Go Earbuds+ রিভিউ পয়েন্ট

মিউজিকের ক্ষেত্রে Nokia Go Earbuds+ নিঃসন্দেহে দারুন প্রোডাক্ট। এটির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, যা গান শোনা এবং মুভি দেখার মজা আর‌ও বাড়িয়ে দেয়। লুকের দিক থেকে‌ও Nokia Go Earbuds+ ডিভাইসটিকে অসাধারণ বলা যায়। টাচ রেসপন্সে একটু সমস্যা দেখা গেলেও, ডিজাইন এবং মিউজিক কোয়ালিটি‌র দিক থেকে এটি একটি অসাধারণ প্রোডাক্ট।

Nokia Go Earbuds+ ডিভাইসটি কোম্পানির আধিকারিক ওয়েবসাইটে 2,299 টাকা দামে পাওয়া যাচ্ছে এবং ফ্লিপকার্টে এই ডিভাইসের দাম মাত্র 1,999 টাকা। এই বাজেটে আপনি যদি কোনো নতুন ইয়ারবাডস ডিভাইস কিনতে চান, তাহলে Nokia Go Earbuds+ কে বেছে নিতে পারেন। এই ডিভাইসটিকে ব্ল্যাক এবং হোয়াইট, এই দুই কালার অপশনে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here