নোকিয়ার সস্তা 5G স্মার্টফোন Nokia X20 লঞ্চের আগেই অনলাইনে লিক হল ফোনটির স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

কয়েক দিন আগে এইচ‌এমডি গ্লোবাল ঘোষণা করে জানিয়েছিল আগামী 8 এপ্রিল একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টে নোকিয়ার Nokia X10, Nokia X20 5G ও Nokia G10 ফোনগুলি লঞ্চ করা হতে পারে। কোম্পানি তাদের ওয়েবসাইটে অফিসিয়াল ইনভিটিশন শেয়ার করে জানিয়ে দিয়েছে আগামী 8 এপ্রিল রাত 8:30 এর সময় এই ইভেন্ট শুরু হবে। তবে এই ইভেন্টে কোন কোন স্মার্টফোন লঞ্চ করা হবে সেবিষয়ে কিছু বলা হয়নি। কিছু রিপোর্টে বলা হয়েছে এই ইভেন্টে কোম্পানির ‘এক্স’ সিরিজ এবং ‘জি’ সিরিজের মোট তিনটি স্মার্টফোন লঞ্চ করা হবে। বেশ কিছু দিন ধরে বিভিন্ন লিকের মাধ্যমে এই ফোনগুলি সম্পর্কে জানা যাচ্ছে। এবার Nokia X20 ফোনটি চীনের বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গেছে। গীকবেঞ্চের এই লিস্টিঙে Nokia X20 ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

Nokia X20 এর Geekbench লিস্টিং

গীকবেঞ্চ লিস্টিং থেকে জানা গেছে Nokia X20 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 5G SoC তে রান করতে পারে। এরসঙ্গে এতে 6 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে Nokia X20 তে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ফোনটি ব্লু এবং স‍্যান্ড কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে।

এর আগে লিক থেকে জানা গিয়েছিল 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ Nokia X20 ফোনটির দাম EUR 349 (প্রায় 30,204 টাকা) এর কাছাকাছি হতে পারে। এছাড়া ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট লঞ্চ করা হবে কি না সেবিষয়ে আপাতত কিছু জানা যায়নি।

Nokia X10 

অন‍্যদিকে Nokia X10 ফোনটিতে 6 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 480 5জি চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটি হোয়াইট ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। লিক থেকে জানা গেছে Nokia X10 ফোনটি প্রায় EUR 300 (প্রায় 26,100 টাকা) দামে সেল করা হতে পারে।

Nokia G10

কোম্পানির আপকামিং Nokia G10 ফোনটিতে 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই ফোনে অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here