16ই অক্টোবর লঞ্চ হবে নোকিয়ার পাওয়ারফুল ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া এক্স7

টেক কোম্পানি এইচ‌এমডি গ্লোবাল কিছু দিন আগে গ্লোবাল মঞ্চে নোকিয়া 7.1 পেশ করেছে। ফোনটি আপাতত আমেরিকান বাজারে সেল করা হচ্ছে যা আগামী দিনে ভারতসহ অন‍্যান‍্য দেশে লঞ্চ করা হবে। আজ নোকিয়ার আরেকটি নতুন ফোন সম্পর্কে জানা গেছে। এইচ‌এমডি গ্লোবাল চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে টিজার ইমেজ জারি করেছে যেখানে বলা হয়েছে কোম্পানি আগামী 16ই অক্টোবর চীনে নতুন নোকিয়া অ্যান্ড্রয়েড ফোন লঞ্চ করতে চলেছে। শোনা যাচ্ছে এই নতুন ফোনটি নোকিয়া এক্স7 নামে লঞ্চ করা হবে।

নোকিয়া মোবাইল ওয়েইবোতে এই স্মার্টফোনটির তথ্য দিয়েছে। কোম্পানি টিজার ইমেজের মাধ্যমে জানিয়েছে আগামী 16ই অক্টোবর কোম্পানি চীনে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই নোকিয়া এক্স7 ফোনটি লঞ্চ করা হবে। কিছু লিকে বলা হয়েছে এই ফোনটি নোকিয়া 7.1 এর চীনা ভার্সন হবে। কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই আগামী ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ নোকিয়া 7.1 এর থেকে আলাদা হবে এবং এটি একটি সম্পূর্ণ নতুন ফোন যা নোকিয়া এক্স7 নামে লঞ্চ হবে।

নোকিয়া এক্স7 এর টিজার ইমেজে ফোনটির ব‍্যাক প‍্যানেলের রেয়ার ক‍্যামেরা দেখানো হয়েছে। এই সেট‌আপে ওপর নিচে দুটি ক‍্যামেরা সেন্সর আছে এবং এর মাঝে স্পষ্ট “জেসিস” লেখা দেখা যাচ্ছে। এই ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপটি ভার্টিক‍্যাল শেপের। ক‍্যামেরা সেট‌আপের ডানদিকে ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশ দেওয়া হয়েছে। চীনা মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই আগামী ফোনটির ক‍্যামেরা সেট‌‌আপ অনেকটা টেনাতে লিস্টেড নোকিয়া টিএ-1131 মডেল নাম্বার‌ওয়ালা ফোনটির মতো।

কোম্পানি এখনও পর্যন্ত 16ই অক্টোবর চীনে লঞ্চ হ‌ওয়া ফোনটির নাম ও স্পেসিফিকেশন ঘোষণা করেনি তবে একটি লিক থেকে জানা গেছে এতে 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটি 6 জিবি র‍্যাম/128 জিবি মেমরি ও 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরিসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে।

নোকিয়া এক্স7 এর লিকে ফোনটি অ্যান্ড্রয়েড অরিওযুক্ত বলা হয়েছে এবং এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,400 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হতে পারে। প্রসঙ্গত নোকিয়া আগামী কাল অর্থাৎ 11ই অক্টোবর ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ফোনটি নোকিয়া 3.1 প্লাস হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here