এই প্রাইস রেঞ্জে লঞ্চ হবে Nothing Phone (3) স্মার্টফোন, জানালেন স্বয়ং Carl Pei

2025 সালের তৃতীয় কোয়ার্টারে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে Nothing Phone (3) ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে এবং একই সঙ্গে কোম্পানি ধীরে ধীরে এই ফোনের টিজার শেয়ার করতে শুরু করেছে। গত সপ্তাহে Nothing এর অফিসিয়াল X হ্যান্ডেল থেকে ‘3’ নাম্বারটি লিখে পোস্ট করা হয়েছিল, এটি Phone (3) ফোনের সাসপেন্স বাড়িয়ে তুলেছে। এবার কোম্পানির CEO Carl Pei স্বয়ং Android এর অফিসিয়াল YouTube চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে এই ফোনের সম্ভাব্য দাম এবং কিছু গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করেছে। তিনি এই ফোনটিকে কোম্পানির ‘‘প্রথম যথার্থ ফ্ল্যাগশিপ’’ বলেছেন।

Nothing Phone (3) ফোনের গ্লোবাল প্রাইস রেঞ্জ ডিটেইলস

  • Android Show I/O Edition-এ Nothing এর ডিজাইন-সেন্ট্রিক পরিকল্পনা এবং কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচ সম্পর্কে কথা বলার সময় Carl Pei জানিয়েছেন Phone (3) ফোনটি এই সময় (গ্রীষ্মকালে) লঞ্চ হতে চলেছে।

  • সবচেয়ে বড় কথা তিনি এই ফোনটির দাম প্রায় 800 পাউন্ড (প্রায় 90,000 টাকা) হবে বলে জানিয়েছেন। মনে করিয়ে দিই আগের Nothing Phone (2) ফোনটি ভারতে 44,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ এবার ফোনটির দাম ফ্ল্যাগশিপ লেভেলে রাখা হবে।
  • Pei জানিয়েছেন, Phone (3) ফোনে “প্রিমিয়াম ম্যাটেরিয়াল” ব্যাবহার করা হবে, এতে টাইটেনিয়াম ফ্রেম এবং ফ্রন্ট ও ব্যাক প্যানেলে অ্যাডভান্স গ্লাস যোগ করা হতে পারে।
  • তিনি আরও জানিয়েছেন, এই ফোনে “বড় পারফরমেন্স আপগ্রেড” পাওয়া যাবে, সম্ভবত এই ফোনে Snapdragon 8 Elite বা MediaTek Dimensity 9400+ এর মতো হাই এন্ড চিপসেট দেওয়া হতে পারে।
  • এই ফোনের ক্ষেত্রে সফটওয়্যার একটি বড় ফোকাস এরিয়া হতে পারে। কোম্পানি এই ফোনে অ্যাডভান্স সফটওয়্যার এক্সপেরিয়েন্স দেওয়ার ওপর কাজ করছে। এতে UI পরিবর্তন, Essential Space এ নতুন ফিচার, AI-পাওয়ার্ড ফিচার এবং ক্যামেরা এক্সপেরিয়েন্সে বড়সড় আপগ্রেড দেখা যেতে পারে।
  • আমাদের কাছে দেওয়া একটি আলাদা ইন্টারভিউতে Nothing এর কো-ফাউন্ডার Akis Evengelidis জানিয়েছেন Phone (3) ফোনটি “ব্রেকথ্রু এক্সপেরিয়েন্স” দেবে।

Nothing এর ভিশন ও ফিলজফি সম্পর্কে Carl Pei-এর বক্তব্য

  • Carl Pei জানিয়েছেন, বিগত এক দশকে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে পা রাখা একমাত্র ব্র্যান্ড হল Nothing।
  • তিনি জানিয়েছেন, ব্র্যান্ড এমন ডিজাইন নিয়ে কাজ করতে চায়, যা ইমোশন, ক্রিয়েটিভিটি ও অরিজিনালিটি ফুটিয়ে তুলবে।
  • তিনি প্রায় 2 লক্ষ মজবুত Nothing কমিউনিটিরও প্রশংসা করেছেন, যারা প্রোডাক্ট রোডম্যাপ নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন।
  • সফটওয়্যার প্রসঙ্গে কথা ব্লার সময় তিনি জানিয়েছেন, Nothing এর লক্ষ্য হল Nothing OS-এ native হিসাবে AI ইন্টিগ্রেট করা। তবে এটি পরে যোগ করা নতুন ফিচার হিসাবে নয়। AI ইউজারদের “teammate” হয়ে উঠবে, যা ইউজারদের প্রয়োজন শিখে সেই হিসবে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here