Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ হবে Nothing Phone 3 স্মার্টফোন, প্রকাশ্যে এল লিক ডিটেইলস

ওয়ানপ্লাস থেকে বেড়িয়ে গিয়ে Carl Pei Nothing ব্র্যান্ডের সূচনা করেছিল। প্রথমে তিনি Nothing Phone 1 ফোনটি, এরপর Nothing Phone 2 ফোনটি এবং সম্প্রতি Nothing Phone 2a ফোনটি পেশ করেছেন। তবে প্রথমেরদিকে এই দুটি মডেলে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ করেছিল। কিন্তু তৃতীয় এবং সবচেয়ে সস্তা Nothing Phone 2a ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এবার আবার কোম্পানির Nothing Phone 3 মডেলটি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। এবার আমরা খবর পেয়েছি Nothing Phone 3 ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে।

এমন এক ইন্ডাস্ট্রি সোর্স থেকে এই তথ্য পাওয়া গেছে যে দীর্ঘদিন ধরে নাথিঙের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছেন। একই সাথে তিনি বলেছেন এই ফোনটির দাম প্রায় 40 থেকে 45 হাজার টাকার কাছাকাছি হতে পারে। কোম্পানি আপাতত প্রিমিয়াম সেগমেন্টে যাওয়ার কোথা ভাবছে না, তার বদলে কোম্পানি 20 থেকে 40 হাজার টাকার বাজেটে তাদের ইউজার বেস তৈরি করতে চাইছে। এই কারণে Nothing এখন হাই এন্ড চিপসেটের কথা ভাবছে না।

Nothing Phone 3 ফোনটি লঞ্চের প্রস্তুতি

সম্প্রতি Nothing সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করেছে। এই ভিডিও তে একটি লীপিং ফ্রগ অর্থাৎ ব্যাঙকে লাফাতে দেখা গেছে। এই ভিডিওটি পোস্টের সঙ্গে Nothing কমিউনিটিতে আপকামিং Nothing Phone 3 ফোনের লঞ্চ সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে। কারণ এর আগে কোম্পানি Nothing Phone 1 এর সময়ে টিয়াপাখি এবং Nothing Phone 2 এর সময়ে অক্টোপাস টিজ করেছিল। তাই লিপিং ফ্রগের ভিডিও দেখে Nothing Phone 3 ফোন সম্পর্কে আলোচনা শুরু হয়ে গেছে।

Nothing Phone 3 ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে Nothing Phone 3 ফোনের লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি জুলাই মাসের আগে পরে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here