OnePlus তাদের আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 15 স্মার্টফোনে কাজ করছে এবং এই ফোনটি 2025 সালের অক্টোবর মাসে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। বিগত বেশ কিছু সময় ধরে এই ফোনটি সম্পর্কে রিপোর্ট প্রকাশ্যে এসে চলেছে, এইসব লিকে এই ফোনের ক্যামেরা সেটআপে 200MP পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে এবার একটি নতুন লিকের মাধ্যমে টিপস্টার Digital Chat Station জানিয়েছেন এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা ফিচার ফাইনাল হয়নি এবং বর্তমানে একাধিক অপশন নিয়ে টেস্টিং করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
OnePlus 15 ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন (লিক)
- Digital Chat Station এর দেওয়া তথ্য অনুযায়ী, OnePlus SM8850 মডেল (সম্ভবত OnePlus 15) সহ ফোনের জন্য কোম্পানি আপাতত একটি 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে টেস্টিং করছে।
- কোম্পানির পক্ষ থেকে এই সেটআপের 50MP প্রাইমারি ক্যামেরার জন্য দুটি অপশনে টেস্ট করা হচ্ছে। এর মধ্যে একটি স্ট্যান্ডার্ড লার্জ সেন্সর এবং অপরটি আলট্রা লার্জ সেন্সর।
- এই সেটআপে সেকেন্ডারি সেন্সর হিসাবে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। এর সঙ্গে সম্ভবত 3x অপটিক্যাল জুম সহ 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। জুম লেন্সের জন্য বর্তমানে স্মল ও মিডিয়াম সাইজের পেরিস্কোপ সেন্সরে ট্রায়াল করা হচ্ছে।
- সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ সিলেক্ট করার জন্য এই সবকটি ক্যামেরা কম্বিনেশন A/B টেস্টিঙের মাধ্যমে তুলনা করা হচ্ছে।
OnePlus 15 ফোনের অন্যান্য ডিটেইলস (সম্ভাব্য)
- 2019 সালে OnePlus 7 Pro ফোনের পর থেকে কোম্পানি ক্রমাগত 2K ডিসপ্লে দিয়ে চলেছে, তবে OnePlus 15 ফোনে এবার 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট স্ক্রিন যোগ করা হতে পারে। এটিকে ব্র্যান্ডের ডিসপ্লে ডিজাইনের একটি বড়সড় পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
- এছাড়া OnePlus 15 ফোনের ব্যাক প্যানেল ডিজাইনের ক্ষেত্রেও পরিবর্তন করা হবে বলে জানা গেছে। ফোনটির ব্যাক প্যানেল ডিজাইন অনেকটা iPhone এর মতো ফ্ল্যাট ও প্রিমিয়াম হতে পারে।
- এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে এই আপকামিং ফোনটির ব্যাটারি সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে রিপোর্টে বলা হয়েছে, OnePlus 15 ফোনে 6500mAh এর চেয়ে বড় ব্যাটারি যোগ করা হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য ফোনটিতে 100W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকতে পারে।