স্ন্যাপড্রাগন 8 এলিট 2 প্রসেসর, 6.78-ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে OnePlus 15 স্মার্টফোন, লিক সহ ডিটেইলস

গত বছর অক্টোবর মাসে চীনে ফ্ল্যাগশিপ OnePlus 13 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল এবং এই বছর জানুয়ারি মাসে এই ফোনটি গ্লোবাল বাজারেও পেশ করা হয়েছে। সম্প্রতি এই সিরিজে OnePlus 13T (ভারতে OnePlus 13s) লঞ্চ করা হয়েছে। এবার নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনের সাক্সেসার হিসাবে কোম্পানি OnePlus 15 ফোনে কাজ করছে। জানিয়ে রাখি এশিয়ার বেশ কিছু দেশে ‘4’ সংখ্যাটিকে অশুভ বলে মনে করা হয়, তাই OnePlus 14 স্কিপ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির লিক ডিটেইলস সম্পর্কে।

OnePlus 15 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • Weibo প্ল্যাটফর্মে DigitalChatStation ফোনের নাম উল্লেখ না করেই এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।
  • এই ফোনটিকে OnePlus 13 ফোনের সাক্সেসার OnePlus 15 বলে মনে করা হচ্ছে।

  • টিপস্টারের দেওয়া তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাগশিপ ফোনটির ওজন হালকা হবে এবং মিনিমালিস্টিক ডিজাইন সহ পেশ করা হবে। অর্থাৎ এবার কোম্পানি তাদের বড় সার্কুলার ক্যামেরা মডিউলে পরিবর্তন করতে পারে।
  • OnePlus 15 ফোনে 6.78-ইঞ্চির 1.5K LTPO ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হতে পারে। এটি OnePlus 13 ফোনের 2K স্ক্রিনের তুলনায় বেশ বড়সড় ডাউনগ্রেড।
  • এই ডিসপ্লেতে লার্জ-রেডিয়াম কর্নার ডিজাইন থাকবে এবং এতে অ্যাডভান্স LIPO প্যাকেজিং প্রসেস ব্যাবহার করা হতে পারে। এর ফলে স্ক্রিনের বেজল অত্যন্ত পাতলা হতে পারে।
  • ফোনটির ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন (ID) সম্পর্কে বলা হয়েছে, ফোনটির ফ্রন্ট প্যানেল একদম সিমেট্রিক্যাল হবে। অথাত ফোনটির লুক কিছুটা iPhone Pro সিরিজের মতো হতে পারে।
  • OnePlus 15 ফোনে SM8850 SoC যোগ করা হতে পারে, এটি Snapdragon 8 Elite 2 হবে বলে মনে করা হচ্ছে।
  • এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে।
  • আরেক টিপস্টার Smart Pikachu জানিয়েছেন, ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। OnePlus 13 ফোনের 50MP 3x টেলিফটো লেন্সের তুলনায় এটি বেশ বড়সড় আপগ্রেড হবে বলেই ধরা যায়।

OnePlus 15 ফোনটি সম্পর্কে সবে লিক আসতে শুরু করেছে। তাই আমরা মনে করছি, ফোনটির লিক স্পেসিফিকেশন সঠিক বলে মনে করার আগে আরও কিছু রিপোর্ট দেখা দরকার। OnePlus 15 ফোনটি এই বছরের শেষের দিকে লঞ্চ করা হতে পারে। মনে করিয়ে দিই, কোম্পানির এর আগের মডেলটিও গত বছর এই একই সময়ে পেশ করা হয়েছিল। ভারতের বাজারে OnePlus 13 ফোনটি 69,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here