আপকামিং OnePlus 15 স্মার্টফোনটি আগের OnePlus 13 স্মার্টফোনের সাক্সেসার মনে করা হচ্ছে। আগেই এই স্মার্টফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। অন্যদিকে সম্প্রতি টিপস্টার Digital Chat Station (DCS) এর মাধ্যমে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী OnePlus এর পক্ষ থেকে একটি নতুন ইন-হাউস ইমেজ ব্র্যান্ড লঞ্চ করা হতে পারে। তাই যারা একটি হাই-এন্ড স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আপকামিং OnePlus 15 স্মার্টফোনের সম্ভাব্য ডিটেইলস জানানো হল।
ওয়ানপ্লাস ইমেজ ব্র্যান্ড ডিটেইলস (লিক)
টিপস্টার DCS এর বক্তব্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে OnePlus 15 স্মার্টফোনে একটি নতুন ‘স্বাধীন ইমেজ ব্র্যান্ড’ লঞ্চ করা হবে। অর্থাৎ OnePlus তাদের সুইডিশ ক্যামেরা ব্র্যান্ড Hasselblad এর সঙ্গে যুগলবন্দী শেষ করতে পারে। 2021 সালে OnePlus 9 সিরিজের সঙ্গে এই যুগলবন্দী শুরু হয়েছিল।
Hasselblad তাদের কালার টিউনিং ক্ষমতা, টিল্ট শিফ্ট মোড এবং একটি অ্যাডভান্স প্রো মোডের মতো ফিচার OnePlus এর স্মার্টফোনগুলিতে যোগ করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ফিচার সেটের পরিবর্তন ঘটেছে। তবে এবার OnePlus তাদের ক্যামেরায় নিজেদের টেকনোলজি পেশ করতে পারে।
একটি ইন-হাউস ইমেজ ব্র্যান্ড ক্যামেরা ইমেজ প্রসেসিং পাইপলাইনের সঙ্গে দারুণ ইন্টিগ্রেশন দিতে পারে এবং একইসঙ্গে Hasselblad এর লাইসেন্সিং ফিও দিতে হবে না। এই ফিচারের মাধ্যমে ইউজাররা কতটা সুবিধা উপভোগ করতে পারবে, তা পরবর্তী সময়ে জানা যাবে।
OnePlus 15 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ক্যামেরা: লিক অনুযায়ী OnePlus 15 স্মার্টফোনটিতে ইঞ্জিনিয়ারিং ইউনিটে কোনো ধরনের রাউন্ড ক্যামেরা ডেকো বা ক্যামেরা আইল্যান্ড দেওয়া হয়নি, তবে এই স্মার্টফোনের ফাইনাল ডিজাইন পরিবর্তিত হতে পারে। আগের মডেলের মতো OnePlus 15 স্মার্টফোনটিতে 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, এতে একটি বড় প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি পেরিস্কোপ জুম ক্যামেরা থাকবে। তৃতীয় সেন্সর আল্ট্রা ওয়াইড সেন্সর হতে পারে। টিপস্টার Smart Pikachu এর বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে। এটি আগের OnePlus 13 মডেলের 50MP 3x টেলিফটো লেন্সের তুলনায় একটি বড় আপগ্রেড।
- ডিসপ্লে: DCS এর বক্তব্য অনুযায়ী OnePlus 15 স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফ্ল্যাট LIPO স্ক্রিন দেওয়া হতে পারে। আগের OnePlus 13 মডেলে লম্বা, কিছুটা কার্ভড ডিসপ্লে সহ কম রেজোলিউশন এবং আলাদা প্যানেল ব্যাবহার করা হয়েছিল। LIPO অর্থাৎ লো-ইনজেকশন প্রেশার ওভার মোল্ডিং, যা একটি বেজাল কম করার ফিচার। রিপোর্ট অনুযায়ী এই টেকনোলজির উপর Apple ও কাজ করছে। OnePlus 15 স্মার্টফোনটিতে আরও ভালো অত্যন্ত পাতলা বেজাল দেওয়া হতে পারে।
- প্রসেসর: OnePlus এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি Qualcomm এর লেটেস্ট টপ-এন্ড চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই চিপসেট SM8850 কোডনেম সহ পেশ করা হতে পারে। এটি Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Elite Gen 2 চিপসেট হতে পারে।