ওয়ানপ্লাস বর্তমানে তাদের এই সিরিজের ওপর কাজ করছে। আগামী মাসে অর্থাৎ জুলাই মাসে এই সিরিজের অধীনে OnePlus Ace 3 Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি প্রথমে হোম মার্কেট চীনে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে এই আপকামিং স্মার্টফোনের দাম, ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। আজ এই ফোনের স্টোরেজ অপশনের তথ্য শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার সম্পর্কে।
OnePlus Ace 3 Pro এর স্টোরেজ অপশন (লিক)
- লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus Ace 3 Pro স্মার্টফোনটি চীনে তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে।
- এই ফোনটি 12 জিবি RAM + 256 জিবি স্টোরেজ, 16 জিবি RAM + 512 জিবি স্টোরেজ এবং 24 जीबी RAM + 1 টিবি স্টোরেজ সহ পেশ করা হতে পারে।
- লিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের কালেক্টার এডিশন আসতে পারে বলে জানা গেছে। এটি সিরেমিক হোয়াইট কালার অপশনে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
- এই স্পেশাল এডিশন 16GB RAM +512GB স্টোরেজ এবং 24GB RAM+1TB স্টোরেজের মতো দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
- OnePlus Ace 3 Pro স্মার্টফোনটি গ্রিন এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এতে গ্রিন বেগান লেদার ফিনিশ এবং ব্ল্যাক ম্যাট গ্লাস অপশন থাকতে পারে।
- OnePlus Ace 3 Pro স্মার্টফোনের বেস মডেলের দাম 2,999 ইউয়ান অর্থাৎ প্রায় 34,000 টাকা রাখা হতে পারে। তবে টপ মডেল 24GB RAM স্টোরেজ অপশনের দাম 4,000 ইউয়ান অর্থাৎ প্রায় 45,954 টাকা রাখা হবে বলে জানা গেছে।
OnePlus Ace 3 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: আগের প্রকাশ্যে আসা লিক এবং রিপোর্টস অনুযায়ী OnePlus Ace 3 Pro স্মার্টফোনে 6.78 ইঞ্চির কার্ভ-এজ OLED প্যানেল দেওয়া হতে পারে। এই ফোনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট থাকতে পারে।
- চিপসেট: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
- স্টোরেজ: এই ফোনে LPDDR5x RAM+ UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 6,100mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
- ক্যামেরা: OnePlus Ace 3 Pro ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে 50মেগাপিক্সেলের সোনী LYT-800 প্রাইমারি, 8মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের অন্য লেন্স যোগ করা হতে পারে। এই ফোনে 16 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে।