Home খবর দেখে নিন কেমন হবে OnePlus Nord 4 স্মার্টফোন, লিক হল ডিজাইন এবং স্পেসিফিকেশন

দেখে নিন কেমন হবে OnePlus Nord 4 স্মার্টফোন, লিক হল ডিজাইন এবং স্পেসিফিকেশন

‘ফ্ল্যাগশিপ কিলার’ নামে পরিচিত OnePlus তাদের ‘নর্ড সিরিজ’ এর মাধ্যমে মার্কেটে কিছু মিড-বাজেট স্মার্টফোন পেশ করেছে এবং সেগুলি খুব জনপ্রিয়ও হয়েছে। ভারতের বাজারে নর্ড সি3, সি3 লাইট এবং নর্ড 3 এরপর এবার কোম্পানির OnePlus Nord 4 ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য আসতে শুরু করেছে। কোম্পানি শীঘ্রই এই ফোনটি মার্কেটে লঞ্চ করতে পারে। নতুন লিকের মাধ্যমে ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের রেন্ডার ইমেজ এবং স্পেসিফিকেশন জানা গেছে, নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

OnePlus Nord 4 এর ডিজাইন (রেন্ডার ইমেজ)

নোট: OnePlus Nord 4 ফোনটি চীনে OnePlus Ace 3V নামে লঞ্চ করা হতে পারে।

OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন (লিক)