দেখে নিন কেমন হবে OnePlus Nord 4 স্মার্টফোন, লিক হল ডিজাইন এবং স্পেসিফিকেশন

‘ফ্ল্যাগশিপ কিলার’ নামে পরিচিত OnePlus তাদের ‘নর্ড সিরিজ’ এর মাধ্যমে মার্কেটে কিছু মিড-বাজেট স্মার্টফোন পেশ করেছে এবং সেগুলি খুব জনপ্রিয়ও হয়েছে। ভারতের বাজারে নর্ড সি3, সি3 লাইট এবং নর্ড 3 এরপর এবার কোম্পানির OnePlus Nord 4 ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য আসতে শুরু করেছে। কোম্পানি শীঘ্রই এই ফোনটি মার্কেটে লঞ্চ করতে পারে। নতুন লিকের মাধ্যমে ওয়ানপ্লাস নর্ড 4 ফোনের রেন্ডার ইমেজ এবং স্পেসিফিকেশন জানা গেছে, নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

OnePlus Nord 4 এর ডিজাইন (রেন্ডার ইমেজ)

  • OnePlus Nord 4 এর লিক রেন্ডার ইমেজে এই ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা গেছে।
  • ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকে ভার্টিকাল শেপে এই ক্যামেরা সেটআপ অবস্থিত।
  • ক্যামেরা লেন্সের ডিজাইন দেখে মনে করা হচ্ছে এতে OIS এবং AI সেন্সর থাকতে পারে।
  • OnePlus Nord 4 এর ফ্রন্ট প্যানেলে বডি এজ থেকে দূরে স্ক্রীনের ওপর মাঝখানে একটি পাঞ্চ-হোল দেওয়া হয়েছে।
  • OnePlus Nord 4 ফোনের বাঁদিকের ফ্রেমে ওপরের দিকে স্লাইডার বাটন থাকবে।
  • ফোনটির ডানদিকের ফ্রেমে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হবে।
  • Nord 4 ফোনের ওপরের প্যানেলে স্পিকার রয়েছে। এতে ডুয়াল স্পিকার থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
  • রেন্ডার ইমেজ দেখে মঞ্চে করা হচ্ছে এই ফোনটিতে ন্যারো বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে।

নোট: OnePlus Nord 4 ফোনটি চীনে OnePlus Ace 3V নামে লঞ্চ করা হতে পারে।

OnePlus Nord 4 এর স্পেসিফিকেশন (লিক)

  • পারফরম্যান্স: লীক অনুযায়ী ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো মোবাইল এই প্রসেসর সহ মার্কেটে লঞ্চ করা হয়নি।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সেন্সর থাকতে পারে। লীকে বলা হয়েছে এই ফোনের লেন্স অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনোলজি সাপোর্ট করবে।
  • ফ্রন্ট ক্যামেরা: ওয়ানপ্লাস নর্ড 4 স্মার্টফোনে সেলফি তোলা এবং রিল বানানোর জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: লীক অনুযায়ী এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ শক্তিশালী 5,500 এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।
  • স্ক্রীন: ওয়ানপ্লাস নর্ড 4 ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রীনটি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here