Highlights
- 9 5G Bands সাপোর্ট করে OnePlus Nord CE 3 Lite 5G।
- এই ফোনে 108 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।
- 67W SUPERVOOC চার্জিঙের সাহায্যে ফোনটি 30 মিনিটের মধ্যে 80% চার্জ করা যায়।
ভারতে আজ ওয়ানপ্লাস তাদের OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ফিচার এবং স্পেসিফিকেশনের দৌলতে এই ফোনটি লঞ্চের আগে থেকেই সমালোচনার শীর্ষে উঠে রয়েছে। এই ফোনটি Qualcomm Snapdragon 695 চিপসেটে রান করে। এর সঙ্গে এতে 108MP Camera এবং 67W SuperVOOC চার্জিং ফিচার রয়েছে। এই পোস্টে ওয়ানপ্লাস নর্ড সিই 3 লাইট 5জি ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: ভারতে 7 এপ্রিল লঞ্চ হবে POCO C51 স্মার্টফোন, দাম হতে পারে 8 হাজারের কাছাকাছি
OnePlus Nord CE 3 Lite 5G এর দাম
- 8GB RAM + 128GB Storage ভেরিয়েন্ট = 19,999 টাকা
- 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট = 21,999 টাকা
ভারতে OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 8GB করে RAM রয়েছে। ফোনটির বেস মডেলে 128GB মেমরি আছে এবং বড় ভেরিয়েন্টে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 8GB RAM + 256GB মেমরিসহ বড় ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 21,999 টাকা। আগামী 11 এপ্রিল থেকে ওয়ানপ্লাস নর্ড সিই 3 লাইট 5জি ফোনটি Chromatic Gray এবং Pastel Lime কালারে সেল করা হবে। ফোনটি কেনার সময় আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 1,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া যাবে। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OnePlus Nord 3 5G স্মার্টফোন, NBTC এবং TDRA সাইটে হল স্পট
OnePlus Nord CE 3 Lite 5G এর স্পেসিফিকেশন
ডিজাইন এবং ডিসপ্লে
- 6.72 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে
- 20:9 আসপেক্ট রেশিও
- 2400 x 1080 পিক্সেল রেজলিউশন
এই ফোনে এলসিডি প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লেতে 680 নিটস পীক ব্রাইটনেস, 391 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 16.8 বিলিয়ন কালার সাপোর্টসহ আই কমফোর্ট ও স্ক্রিন কালার টেম্পারেচার ফিচার আছে।
হার্ডওয়্যার এবং সফটওয়্যার
- স্ন্যাপড্রাগন 695 চিপসেট
- Android 13 অপারেটিং সিস্টেম
- 8GB Virtual RAM
Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে OnePlus Nord CE 3 Lite ফোনটি অরিজিন ওএস 13.1 ইউআই স্কিনে কাজ করে। ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 695 চিপসেটে রান করে। এতে ডুয়েল মোড 5জি রয়েছে। গেমিঙের সময় স্মুথ গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 619 জিপিউ দেওয়া হয়েছে। এই ফোনে 8GB RAM এবং 8GB virtual RAM মিলিয়ে মোট 16জিবি পর্যন্ত RAM উপভোগ করা যায়। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হয়েছে OPPO A1 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
ক্যামেরা
- 108 মেগাপিক্সেল রেয়ার
- 16 মেগাপিক্সেল ফ্রন্ট
ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED flash এর সঙ্গে 108 মেগাপিক্সেলের স্যামসাং এইচএম6 সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। এই সেটআপের প্রাইমারি সেন্সরটি এফ/1.75 অ্যাপার্চারযুক্ত 6পি লেন্স এবং এতে ইমেজ স্টেবিলাইজেশন ফিচারও যোগ করা হয়েছে। এছাড়াও এতে 6এক্স জুম, এআই সীন এনহ্যান্সমেন্ট এবং এইচডিআর ফিচার আছে। এই ফোনে 1080 পিক্সেল রেজলিউশনে 30 ফ্রেম প্রতি সেকেন্ডের রেটে ভিডিও রেকর্ড করা যায়।
ব্যাটারি এবং চার্জিং
- 5,000mAh ব্যাটারি
- 67 ওয়াট সুপার ভুক চার্জিং
OnePlus Nord CE 3 Lite 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 67 ওয়াট সুপার ভুক চার্জিং ফিচার রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এই ফোনের ব্যাটারিতে দেওয়া হেল্থ ইঞ্জিন এবং বিল্ট ইন টেম্পারেচার সেন্সর এটিকে ওভার চার্জ এবং হিটের মতো সমস্যার হাত থেকে বাঁচায় এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সাহায্য করে। আরও পড়ুন: 108MP ক্যামেরা এবং 8GB RAM সহ ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন দাম
কানেক্টিভিটি
- 9 5জি ব্যান্ড
- ডুয়েল সিম
- ইউএসবি 2.0 টাইপ সি পোর্ট
OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। ফোনটির উভয় সিমেই 5G এবং 4G উপভোগ করা যায়। সবচেয়ে বড় কথা এই ফোনে ভারতে কার্যকর 9 5জি ব্যান্ড দেওয়া হয়েছে যার ফলে এতে কোন বাধা ছাড়াই 5জি নেটওয়ার্ক উপভোগ করা যায়। এছাড়াও এই ফোনে 3.5 এমএম জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1 এবং ইউএসবি টাইপ সি পোর্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন