গত বছর ওয়ানপ্লাস তাদের বাজেট OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। ফোনটি লঞ্চ হওয়ার পর থেকেই ভারতীয় ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তাই কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 4,000 টাকার বেশি ডিসকাউন্ট, নো কোস্ট EMI এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল ক্যামেরা, চার্জিঙের জন্য 67 ওয়াট সুপারবুক চার্জিং, 8GB RAM, বড় ডিসপ্লে মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus Nord CE 3 Lite 5G ফোনের নতুন দাম, অফার এবং সেলিং প্ল্যাটফর্মের ডিটেইলস সম্পর্কে।
OnePlus Nord CE 3 Lite 5G এর অফার এবং দাম
- ভারতীয় বাজারে OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি দুটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনের ভ্যানিলা মডেলে 8GB RAM+128GB স্টোরেজ অপশনের 4,000 টাকার চেয়েও বেশি ছাড় দেওয়া হচ্ছে।
- বর্তমানে অফার সহ এই মডেলটির মাত্র 15,640 টাকা দামে পাওয়া যাচ্ছে। তবে ফোনটি 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- এই ফোনের টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে 3,401 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনটির দাম 18,598 টাকা হয়েছে। তবে ফোনটি 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও কোম্পানির পক্ষ থেকে নো কোস্ট EMI অপশনও দেওয়া হচ্ছে। এর সাহায্যে 3 থেকে 6 মাসের সহজ কিস্তিতে ফোনটি কেনা যাবে।
- ব্র্যান্ডের পক্ষ থেকে এক্সচেঞ্জ অফার হিসেবে পুরনো মডেলে 17,650 টাকার ছাড় দেওয়া হচ্ছে, তবে এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করবে।
কোথা থেকে কিনবেন OnePlus Nord CE 3 Lite 5G?
এই পোস্টের মাধ্যমে জানানো সমস্ত অফার সহ শপিং সাইট আমাজনের মাধ্যমে ফোনটি কেনা যাবে। এই OnePlus Nord CE 3 Lite 5G ফোনটি কেনার এবং সমস্ত ডিটেইলস জানার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
OnePlus Nord CE 3 Lite 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: OnePlus Nord CE 3 Lite 5G ফোনে FHD+ IPS এলসিডি প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লেতে 680 নিটস পীক ব্রাইটনেস, 391 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 16.8 বিলিয়ন কালার সাপোর্টসহ আই কমফোর্ট ও স্ক্রিন কালার টেম্পারেচার ফিচার আছে।
- প্রসেসর: ফোনটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 695 চিপসেটে রান করে। এই ফোনে 8GB RAM এবং 128GB/256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে OnePlus Nord CE 3 Lite ফোনটি অরিজিন ওএস 13.1 ইউআই স্কিনে কাজ করে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ওয়ানপ্লাস ফোনে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: OnePlus Nord CE 3 Lite 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট সহ 67W SuperVOOC চার্জিং ফিচার সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- অন্যান্য: OnePlus Nord CE 3 Lite 5G ফোনে ডুয়েল সিম, 5জি 4জি, 9 5জি ব্যান্ডস সহ 3.5এমএম জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ 5.1 মতো বিভিন্ন ফিচার রয়েছে।