OnePlus নিয়ে আসতে চলেছে তাদের নতুন স্মার্টফোন, 1 এপ্রিল ভারতে লঞ্চ হবে Nord CE 4 5G

OnePlus ফ্যানদের জন্য সুখবর আছে। ভারতে কোম্পানি তাদের নতুন ফোন পেশ করতে চলেছে। কম্পানির তরফ থেকে জানানো হয়েছে 1 এপ্রিল ভারতে OnePlu Nord CE 4 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। ফোনটির নাম আর লঞ্চ ডেট ঘোষনার পাশাপাশি কোম্পানি OnePlu Nord CE 4 5G ফোনটির ফটো ও স্পেসিফিকাশান সম্পর্কেও জানিয়ে দিয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

ভারতে OnePlu Nord CE 4 5G ফোনটির লঞ্চ ডিটেইল

ভারতে 1 এপ্রিল OnePlu Nord CE 4 5G ফোনটি লঞ্চ করা হবে। এই দিন কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকে এই ফোনটি পেশ করা হবে। 1 এপ্রিল সন্ধ্যায় 6টা 30 মিনিটে এই ইভেন্ট শুরু করা হবে। এই দিন ফোনটির লঞ্চের সাথে সাথেই দাম, সেল ডিটেইল এবং অফার জানিয়ে দেওয়া হবে।

ফোনটি লঞ্চের আগেই কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ভারতে এই ফোনটি Dark Chrome এবং Celadon Marble কালারে সেল করা হবে। এই ফোনর প্রোডাক্ট পেজ ওয়ানপ্লাস ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজনেও লাইভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনটি আমাজন ডট কমের মাধ্যমে সেল করা হবে।

OnePlu Nord CE 4 এর প্রসেসর

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে Nord CE 4 5G ফোনটি 4mm ফেব্রিকেশনে তৈরি এবং 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 octa-core প্রসেসরে কাজ করে। কোম্পানি জানিয়েছে এই চিপসেট CPU performance 15% এবং GPU performance 50% পর্যন্ত বাড়াতে সক্ষম।

OnePlus Nord CE 4 এর স্পেসিফিকেশান (লিক)

স্ক্রিন: লিক থেকে জানা গেছে OnePlus Nord CE 4 ফোনে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গেরপ্রিন্ট সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড CE 4 5G ফোনে 50 সেন্সর থাকতে পারে। লিক অনুযায়ী এই লেন্সটিতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন টেকনোলজি যোগ করা হতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: Nord CE 4 5G স্মার্টফোনে সেলফি তোলা এবং রিলস তৈরি করার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি: এই ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here