Categories: খবর

শীঘ্রই কম দামে ভারতে লঞ্চ হতে পারে OnePlus Nord CE4 Lite স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড

গত মাসে OnePlus ভারতে তাদের Nord CE4 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই ফোনের লাইট ভার্সন অর্থাৎ OnePlus Nord CE4 Lite ফোনটি পেশ করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে এই ফোনটিকে দেখা গেছে। এর ফলে শীঘ্রই ভারতে এই ফোনের লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

OnePlus Nord CE4 Lite ফোনের BIS লিস্টিং

  • টিপস্টার সঞ্জু চৌধুরী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে OnePlus Nord CE4 Lite ফোনটি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছেন।
  • টিপস্টারের পোস্ট অনুযায়ী OnePlus Nord CE4 Lite ফোনটি BIS সাইটে লিস্টেড করা হয়েছে।
  • ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়েবসাইটে এই ফোনটি CPH2619 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • সঞ্জু চৌধুরী এই ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য শেয়ার করেছেন। এই ফোনটি Oppo A3 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হে পারে বলে জানানো হয়েছে। এই ফোনটি শীঘ্রই চীনে লঞ্চ করা হতে পারে।
  • বিআইএস সাইটে লিস্টেড করার পাশাপাশি আরও বলা হয়েছে OnePlus Nord CE4 Lite ফোনটি ভারতে 20 হাজার টাকার চেয়ে কম দামে পেশ করা হতে পারে।

OnePlus Nord CE4 Lite ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী OnePlus Nord CE4 Lite ফোনে 6.67-ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিনে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: টিপস্টার জানিয়েছেন এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট যোগ করা হবে। এই চিপ 4nm প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে পারে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য অ্যাড্রিনো 710 GPU দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: OnePlus Nord CE4 Lite ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে ফোনটির ফ্রন্ট প্যানেলে 16MP সেলফি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: OnePlus Nord CE4 Lite ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ওএস: OnePlus Nord CE4 Lite ফোনটি ভারতে অ্যান্ড্রয়েড 14 এবং OxygenOS সহ পেশ করা হতে পারে।