OnePlus OPEN নামে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Samsung Fold লঞ্চের পরেই টুইট করেছে কোম্পানি

ওয়ানপ্লাস জানিয়ে দিয়েছে কোম্পানি তাদের Foldable Phone-এ কাজ করছে এবং খুব তাড়াতাড়ি মার্কেটে এই ফোন লঞ্চ করে দেওয়া হবে। অনেক দিন ধরেই সমালোচনা চলছে এই ফোন OnePlus Open বা OnePlus V Fold নামে পেশ করা হতে পারে। আজ গ্যালাক্সি আনপ্যাক্ড ইভেন্টের মঞ্চে Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy Z Flip 5 লঞ্চের পর অবশেষে ওয়ানপ্লাস টুইট করে তাদের ফোল্ডেবল ফোনের নাম ঘোষণা করে দিয়েছে। আরও পড়ুন: বর্তমানে সিনেমা হলে কোন কোন সিনেমা চলছে, দেখে নিন তালিকা

OnePlus Open নামে হবে লঞ্চ

ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে ‘We OPEN when others FOLD’ লিখে একটি টুইট করেছে। স্যামসাং তাদের নতুন ফোল্ডেবল ফোন লঞ্চের পরেই এই টুইট করা হয়েছে। আমরা সবাই জানি এই নতুন ফোনের নাম Galaxy Z Fold 5। তাই এই টুইট দেখে ধারণা করা হচ্ছে কোম্পানি তাদের এই টুইটের মাধ্যমে আভাস দিয়ে বোঝাতে চাইছে প্রথম ফোল্ডেবল ফোনটি OnePlus Open নামে পেশ করা হবে।

OnePlus Open এর লঞ্চ ডিটেইলস (লিক)

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোল্ডেবল ওয়ানপ্লাস ফোনের লঞ্চ সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে সম্প্রতি প্রকাশিত একটি লিক অনুযায়ী 29 আগস্ট এই ফোনটি অর্থাৎ OnePlus Open লঞ্চ করা হতে পারে। এই দিন ফোনটি আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হবে এবং সেপ্টেম্বরের শুরুতে ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। তবে বর্তমানে কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: WhatsApp লিঙ্ক থেকে শুরু Gambling, তারপর কোটি টাকা হারালেন নাগপুরের ব্যবসায়ী!

OnePlus Open এর স্পেসিফিকেশন (লিক)

  • 7.8″ Primary Screen
  • 6.3″ Secondary Screen
  • Snapdragon 8 Gen 2
  • 16GB RAM + 256GB Memory
  • 100W Charging
  • 4,800mAh Battery

প্রাইমারি স্ক্রিন: ওয়ানপ্লাস ফোল্ডেবল ফোনে 7.8 ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং 2কে রেজলিউশন সাপোর্ট করবে বলে জানা গেছে। ফোনটি আনফোল্ড করলে এই স্ক্রিন পাওয়া যাবে এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে।

সেকেন্ডারি স্ক্রিন: ফোনটি ভাঁজ করার পর জে স্ক্রিনটি পাওয়া যাবে সেতির সাইজ 6.3 ইঞ্চি হতে পারে। লিক অনুযায়ী এই স্ক্রিনটিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি হবে এবং 120 হার্টস রিফ্রেশরেটেই কাজ করবে।

ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনের সেকেন্ডারি স্ক্রিনে 32 মেগাপিক্সেল এবং প্রাইমারি স্ক্রিনে 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। একইভাবে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 64 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে 16GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোল্ডেবল ফোনে 4,800 এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এই ফোনের ব্যাটারি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here