OnePlus ফোনের সুবর্ণ সুযোগ, পাওয়া যাচ্ছে 4,000 টাকার ছাড়, 6টি মডেলে বড় ছাড়

গত মার্চ মাসে ওয়ানপ্লাস ভারতে ‘ওয়ানপ্লাস 9’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজে কোম্পানি OnePlus 9 স্মার্টফোনের পাশাপাশি OnePlus 9 Pro এবং OnePlus 9R ফোন দুটিও পেশ করা হয় যা গত মাস থেকে ভারতে সেল করা হচ্ছে। বর্তমানে ফ্ল‍্যাগশিপ সেগমেন্টের এই ফোনগুলি কোম্পানি কম দামে সেল করছে। কোম্পানির পক্ষ থেকে একটি অসাধারণ অফার জারি করা হয়েছে যেখানে 6টি ওয়ানপ্লাস স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে এবং এই অফারে 4,000 টাকা পর্যন্ত ছাড়ের সঙ্গে স্মার্টফোন কেনা যাবে।

কোন কোন ফোনে পাওয়া যাচ্ছে অফার

ওয়ানপ্লাসের আয়োজন করা এই অফারে OnePlus 9, OnePlus 9R, OnePlus 9 Pro, OnePlus 8T, OnePlus 8 Pro এবং OnePlus Nord ফোন লিস্টেড করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলির কোন র‍্যাম বা স্টোরেজ ভেরিয়েন্টে সেল দেওয়া হচ্ছে সে বিষয়ে কোম্পানি কিছুই জানায়নি। উপরোক্ত ফোনগুলির সবকটি ভেরিয়েন্ট এই স্পেশাল সেলে ডিসকাউন্টের সঙ্গে সেল করা হবে।

কোন ফোনে কত ছাড়?

কোম্পানির এই অফারে আলাদা আলাদা মডেলে আলাদা আলাদা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ওয়ানপ্লাস তাদের OnePlus 9 Pro ফোনটিতে সবচেয়ে বেশি, সরাসরি 4,000 টাকার ছাড় দিচ্ছে। এরপর OnePlus 9, OnePlus 8T এবং OnePlus 8 Pro এর দামে 3,000 টাকা করে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া OnePlus 9R এর দামে 2,000 টাকা এবং OnePlus Nord এর দামে 1,000 টাকা ছাড় অফার করা হচ্ছে।

OnePlus অফারের ফুল ডিটেইলস

ওয়ানপ্লাস স্টেট ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI এর সঙ্গে হাত মিলিয়ে এই অফার শুরু করেছে। প্রথমেই জানিয়ে রাখি এটি একটি লিমিটেড টাইম অফার যা আগামী 25 মে পর্যন্ত চলবে। অর্থাৎ ওপরে উল্লিখিত ফোনগুলি শুধুমাত্র আগামী 25 মে পর্যন্ত কম দামে কেনা যাবে। এই অফারে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনগুলি কেনার সময় এসবিআই কার্ড ব্যবহার করলে ইনস্ট‍্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া অফারে 9 মাস পর্যন্ত নো কস্ট ইএম‌আই এর সুবিধাও পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here